সেনা চপার দুর্ঘটনা নিয়ে সংসদের উভয়কক্ষে বিবৃতি প্রতিরক্ষামন্ত্রীর

rajnath singh

এনএফবি, নিউজ ডেস্কঃ

কুন্নুরে সেনা চপার দুর্ঘটনা নিয়ে সংসদের উভয়কক্ষে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বৃহস্পতিবার অধিবেশনের শুরুতেই লোকসভায় এমআই-১৭ চপার দুর্ঘটনা নিয়ে বিবৃতি দেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ সিং বলেছেন, “ চপার দুর্ঘটনায় চোদ্দজনের মধ্যে সস্ত্রীক দেশের প্রথম সেনা সর্বাধিনায়ক-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে, যা দুর্ভাগ্যজনক। সেনার হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। দ্রুত তাঁর আরোগ্য কামনা করছি। প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে পাঠিয়ে চিকিৎসা হবে। নিহতদের বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে বায়ু সেনার বিমানে দিল্লিতে আনা হবে। তারপর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালিত হবে।“ একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, চপার দুর্ঘটনার সত্য উদঘাটনে বায়ুসেনার তরফে ত্রিস্তরীয় যে তদন্ত হবে তাঁর নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। পরে রাজ্যসভাতেও একই ইস্যুতে বিবৃতি দিয়েছেন রাজনাথ সিং।

বুধবারই কুন্নুর পৌঁছে গিয়েছিল তদন্তকারীরা শুরু করে তদন্ত। জানা গিয়েছে, এদিন দুর্ঘটনাস্থলের কাছ থেকে এমআই-১৭ চপারের ব্ল্যাক বাক্স উদ্ধার হয়েছে। কেন ঘটেছে এই দুর্ঘটনা তা এই ব্ল্যাক বাক্স থেকে বোঝার চেষ্টা করা হবে।