জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

১০০ গোল না হওয়া অবধি সুনীলকে ফুটবল না ছাড়ার বার্তা স্টিমাচের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

১৭ বছর ভারতীয় ফুটবলে ইতিমধ্যেই কাটিয়ে ফেলেছেন ভারত অধিনায়ক সুনীল ছেত্রী। ৩৭ বছরে পড়েছেন। নিজেও কিছুদিন আগেই অবসরের ইঙ্গিত দিয়েছেন। তবে এই বয়সেও ভারতকে বলে বলে ম্যাচ জিতিয়ে চলেছেন ছেত্রী। দেশের জার্সিতে গোলের বিচারে রোনাল্ডো, মেসির পরেই সুনীল বিশ্ব ফুটবলে। তার অবসর নিয়ে বেশি কথা হোক সেটা চান না ভারতীয় কোচ ইগর স্টিমাচ। এদিন হংকংয়ের বিরুদ্ধে নামার আগে ভারতীয় কোচ সুনীলকে পাশে নিয়ে জানালেন,”সেই জন্যই তো সুনীল দলের ছেলেদের কাছে এত গুরুত্বপূর্ণ। ১০০ গোল না করা পর্যন্ত আমি ওকে যেতে দিচ্ছি না। এ বার থেকে ওর অবসর নিয়ে আর কোনও প্রশ্ন করবেন না। ১০০ গোল না হওয়া পর্যন্ত ও অবসর নেবে না। দ্বিতীয়ত, আমার মনে আছে, কী ভাবে রজার মিল্লা (ক্যামেরুনের প্রাক্তন ফুটবল তারকা) ৩৮ বছর বয়সে বিশ্বকাপে গোল করেছিল। আমার মনে হচ্ছে সে রকম দিন আমাদের ফুটবলেও আসবে। আমি চাই, তখনও সুনীল আমাদের সঙ্গে থাকুক এবং এই অনুভুতি নিয়ে সে তার ফুটবল জীবন শেষ করুক। আমার মনে হয় ও নিশ্চিত ভাবে তা পারবে। ওর পেশী, ওর শরীর, ওর দায়িত্ববোধ—এ সবই ওকে আরও বহু দিন আমাদের সঙ্গে থাকতে সাহায্য করবে। আপনারাও ওর অবসর নিয়ে আর প্রশ্ন করবেন না।” ভারতীয় ফুটবল ফেডারেশন ফিফার কাছে নির্বাসিত হবে। এই খবর শোনার পরে নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত সুনীল জানান,” খবরটা শোনার পরে আমিও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। কারণ, এ রকম কিছু হলে দেশ জুড়ে চরম অস্থিরতা সৃষ্টি হত। তা ছাড়া আমার বয়স এখন ৩৭। জানি না, আর কত দিন খেলতে পারব। এটাই আমার শেষ ম্যাচ হবে কি না, তা-ও জানি না। তবে আমার সামান্য জ্ঞান দিয়ে যা বুঝেছি, চিন্তিত হওয়ার কারণ নেই। আশা করছি, ফিফা নির্বাসিত করবে না। সব কিছু নিয়ন্ত্রণেই রয়েছে।সুনীলের নজির –
১) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে রেকর্ড ছয় বার সেরা ফুটবলারের শিরোপা জিতেছেন সুনীল। ২) গত বছর ১৩ নভেম্বর মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে ভূষিত হয়েছিলেন সুনীল ছেত্রী। ৩) সুনীল ভারতের বিভিন্ন ক্লাব ছাড়াও স্পোর্টিং লিসবন, মেজর লিগ সকার ও আরও নানা ক্লাবে খেলেছেন। ৪) ২০০৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেকের পর থেকে ১২৮ ম্যাচে ৮৩ গোল করেছেন সুনীল। যা রোনাল্ডো মেসির পরেই। ৫) একমাত্র ভারতীয় ফুটবলার যিনি এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার ক্লাবে খেলেছেন।