জুন 29, 2024
Latest:
স্থানীয়

শীতলকুচিতে মোবাইলের দোকানে চুরি যাওয়া মোবাইল উদ্ধার, ধৃত ১

এনএফবি,কোচবিহারঃ

১১ দিনের মধ্যে মোবাইলের দোকানে চুরির ঘটনার কিনারা করল পুলিশ। আজ মাথাভাঙ্গার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা সাংবাদিক সম্মেলন করে জানান, শীতলকুচি থানার পুলিশ ওই চুরির ঘটনার কিনারা করেছে। ওই ঘটনায় মিঠুন রায় নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। চুরি যাওয়া মোবাইল ফোনের মধ্যে ৭ স্মার্ট ফোন উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, ২৭ আগস্ট রাতে শীতলকুচির একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করে। ১১ দিনের মাথায় ওই চুরির ঘটনার কিনারা করে চুরি যাওয়া মাল সমেত অভিযুক্তকে পাকড়াও করতে সমর্থ হয় পুলিশ। এদিন ধৃতকে মাথাভাঙ্গা মহকুমা আদালতে তুলে ৭ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে বলে অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন।