জুলাই 3, 2024
Latest:
স্থানীয়

দিনের বেলায় জ্বলছে পথবাতি, নিরুত্তাপ প্রশাসন

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

সারা দিনরাত জ্বলছে পথবাতি,পুরবাসীর উন্নয়নের টাকা নষ্ট হচ্ছে। এই দিকে নজর নেই পুর প্রশাসনের। এটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের খড়া পুরসভা ৯ নন্বর ওয়ার্ডের ঘটনা।

পুরবাসীর অভিযোগ বেশ কয়েকদিন ধরে দিনরাত ধরে জ্বলছে পুর এলাকার পথবাতিগুলি। পুর এলাকার একাধিক জায়গাতে কোথাও জ্বলছে হাই মার্চ লাইট তো কোথাও স্ট্রিটলাইট ফলে পুর এলাকার উন্নয়নের টাকা নয়ছয় হচ্ছে বলে অভিযোগ উঠছে। সূত্রের খবর জানা যায়, খড়ার পুরসভার বিদ্যুৎ দপ্তরে বকেয়া বিল কয়েক লক্ষাধিক টাকা। অভিযোগ তারপরও হুঁশ ফেরেনি পুর প্রশাসনের। খড়ার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকদিন ধরেই ২৪ ঘন্টা ধরে জ্বলছে পথবাতিগুলি। পুরবাসীর অভিযোগ, এর ফলে করের টাকা নষ্ট হচ্ছে। এলাকার বিজেপির নেতারাও অভিযোগ তুলেছেন খড়ার পুরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলুইয়ের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ অযোগ্য ব্যাক্তিকে চেয়ারম্যান পদে বসানোর জন্য একদিকে যেমন পুর এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে অপর দিকে পুরসভার উন্নয়নের অর্থ অপচয় হচ্ছে।

খড়ার পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিনা জানা স্বীকার করে নিয়েছেন যে দিনে, রাতে কয়েকদিন ধরেই পথবাতিগুলি জ্বলছে। কি কারণে এই পথবাতিগুলি জ্বলছে তা খবর নিয়ে পুরসভার চেয়ারম্যানের কাছে তিনি জানাবেন বলে জানিয়েছেন। খড়ার পুরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলুই বলেন, “এটি টেকনিক্যাল ফল্ট, সমস্যা মেটানোর দ্রুত উদ্যোগ নেবো।”