নীলসাদা ইউনিফর্মের বিরুদ্ধে জেলা শাসকের নিকট পড়ুয়াদের স্মারকলিপি পেশ

এনএফবি,কোচবিহারঃ

নীল-সাদা ইউনিফর্মের বিরুদ্ধে এবার পথে নামলেন পড়ুয়ারা। এদিন কোচবিহার শহরের শতাব্দী প্রাচীন হেরিটেজ স্কুল মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা পথে নামেন। এদিন তারা স্কুল প্রাঙ্গণ থেকে মিছিল বের করে জেলা শাসকের কাছে এসে স্মারকলিপি দেন।

তাদের দাবি, কোচবিহার শহরের শতাব্দী প্রাচীন হেরিটেজ স্কুল মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়। ৯৮ বছর ধরে এই স্কুলের ইউনিফর্ম একই রয়েছে। এটা ওই স্কুলের গর্ব। এতদিন স্কুলের ইউনিফর্ম পরিবর্তন হয়নি। কিন্তু হঠাৎ স্কুলের ইউনিফর্ম পরিবর্তনের নির্দেশ আশায় আন্দোলনে নামল পড়ুয়ারা। নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়ের খয়েরী সাদা ইউনিফর্ম তাদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে। সেই আবেগকে নিয়ে তারা কাউকে ছিনিমিনি খেলতে দেবেন না। এই স্কুলের ঐতিহ্য ৯৮ বছরের। ফলে দীর্ঘদিনের তাদের সেই ঐতিহ্য কোনও সরকার এসে নিজের ইচ্ছে মতো পরিবর্তন করে দেবে। তারা তা কোনভাবে মেনে নেবেন না। সরকারি নিয়মেই রয়েছে হেরিটেজের কোনও কিছু পরিবর্তন করা যায় না। সেক্ষেত্রে তাদের স্কুলের ঐতিহ্য প্রায় ৯৮ বছরের। ফলে ইউনিফর্ম পরিবর্তন তারা কোনোভাবেই মেনে নেবেন না। অবিলম্বে তাদের দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

উল্লেখ্য, রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম হবে নীল-সাদা। ছেলেদের ক্ষেত্রে ইউফর্ম হবে নীল প্যান্ট এবং সাদা জামা। সরকার থেকেই পড়ুয়াদের এই ইউনিফর্ম দেওয়া হবে। সেই অনুযায়ী একাধিক স্কুলে ইতিমধ্যেই এই ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। যদিও এই ইউনিফর্ম মানতে নারাজ শতাব্দী প্রাচীন হেরিটেজ স্কুল মহারাজা নৃপেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয়। আজ তারা জেলা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।