জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

স্বাস্থ সাথী কার্ডে চিকিৎসা হবে সুভাষের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভালো নেই প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সুভাষ দীর্ঘদিন ধরে সুগার এবং কিডনির অসুখে ভুগছেন। প্রায় সাড়ে তিন মাস তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হচ্ছে। ২৩ বছর আগে তাঁর হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। পাশাপাশি গত কয়েকদিন ধরে বুকে সংক্রমণের জন্য তিনি ভর্তি আছেন একবালপুরের একটি নার্সিংহোমে।

আরও পড়ুনঃ ছুটি কাটিয়ে অনুশীলন শুরু মহামেডানের
শুক্রবার বিকেলে নব মহাকরণে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর ঘরে সুভাষ ভৌমিকের ভবিষ্যৎ চিকিৎসার পরিকল্পনা নিয়ে একটি জরুরী সভা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায় , বিকাশ পাঁজি, মনোরঞ্জন ভট্টাচার্য, বিদেশ বসু, মানস ভট্টাচার্য্য। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন আই.এফ.এর’র সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, মোহনবাগানের অর্থসচিব দেবাশীষ দত্ত, মহামেডান স্পোর্টিং ক্লাবের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কামারউদ্দিন, ইস্টবেঙ্গল শীর্ষ কর্তা দেবব্রত সরকার। সভায় উপস্থিত ছিলেন মেডিকা হাসপাতালের ডিরেক্টর সহ তাঁর মেডিকেল টিম এবং সুভাষ ভৌমিকের পুত্র অর্জুন। তাঁদের সামনেই ওই সভায় সর্বসম্মতভাবে ঠিক হয়েছে আগামী দিনে বর্তমান হাসপাতাল থেকে কোভিড ব্যাধি অতিক্রম করে মেডিকা হাসপাতালে তাঁর চিকিৎসাগুলো করা হবে। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমেই সুভাষ ভৌমিকের চিকিৎসা হবে মেডিকা হাসপাতালে। মেডিকা হাসপাতালের চিকিৎসকদের একটি হাইপ্রোফাইল দল খতিয়ে দেখছে তাঁর কিডনি ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারটি। এটি যথেষ্ট খরচ সাপেক্ষ। তাই ওই জরুরী মিটিং এ ঠিক হয়েছে তাঁর কিডনি প্রতিস্থাপন এর ক্ষেত্রে যদি স্বাস্থ্য সাথী কার্ড এর পরেও অর্থের প্রয়োজন হয় তবে আই.এফ.এ. সহ কলকাতার তিন প্রধান তাঁর পাশে দাঁড়াবে। ব্যক্তিগতভাবে বিদগ্ধ ওই কোচের পাশে থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি বলেন,”সুভাষ ভৌমিকের মত ব্যক্তিত্ব বাংলা ফুটবলের নক্ষত্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাশে রয়েছে উনার।” ইতিমধ্যে প্রাক্তন ফুটবলার সুভাষ ভৌমিকের চিকিৎসার জন্য চল্লিশ হাজার টাকার ওষুধ ক্রীড়ামন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ লালবাগ মহকুমা আদালতে তালা ঝুলিয়ে বিক্ষোভ