জুলাই 5, 2024
Latest:
ফিচাররাজ্য

উপাচার্য পদ থেকে সরানো হল সুবীরেশ কে, দায়িত্বে ওম প্রকাশ মিশ্র

এনএফবি, কলকাতাঃ

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর উত্তর বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য কেও গ্রেফতার করা হয়েছে ৷ শিল্পমন্ত্রীর পদ থেকে পার্থ চট্টোপাধ্যায় কে সরালেও উপাচার্য পদে বহাল ছিলেন সুবীরেশ ভট্টাচার্য ৷ অবশেষে গ্রেফতারির ৯ দিন পর সুবীরেশ ভট্টাচার্যকে উপাচার্যের পদ থেকে সরাল রাজ্য সরকার।

বুধবার সন্ধ্যায় শিক্ষা দফতর থেকে একথা জানানো হয়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও হিল ইউনিভার্সিটির উপাচার্যের পদ থেকে সরানো হয়েছে তাঁকে। এই ২ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র।

জানাগেছে,২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগদান করেছিলেন তিনি ৷গত ১৯ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয় তাকে ৷ গ্রেফতারির পর সিবিআই জানায়,এসএসসি নিয়োগে অযোগ্য প্রার্থীদের নম্বর বাড়িয়ে মেধা তালিকায় ঢোকাতেন তিনি ৷এছাড়াও তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত থাকারও প্রমাণ পাওয়া গেছে ৷