জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

ডেঙ্গি আক্রান্ত সুব্রত

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

কলকাতায় ডেঙ্গির পরিস্থিতি আশঙ্কাজনক। প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। আর এবার ডেঙ্গিতে আক্রান্ত হলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচাৰ্য। গত তিন দিন ধরেই গল্ফগ্রীনের প্রবল জ্বর ছিল ময়দানের বাবলুদার। এরপর পরিস্থিতি খারাপ হলে মঙ্গলবার দুপুরে ভর্তি করা হলে বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। প্লেটলেট নেমে গেছে অনেকটাই। ডাক্তাররা চেষ্টা করছেন প্লেটলেট স্বাভাবিক করার। উদ্বিগ্ন কলকাতা ময়দান।

মূলত সুব্রত ভট্টাচাৰ্য দীর্ঘদিন কোচিং এবং ফুটবল থেকে দূরে বাড়িতেই বই পড়ে সময় কাটান। পুজোর পর থেকেই হঠাৎই শহরে ডেঙ্গির সংক্রমণ বেড়েছে। কলকাতায় বেশ কিছু জায়গায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন অনেকে। সুব্রতর ডেঙ্গিতে আক্রান্ত হয়ে পড়া কিছুটা হলেও চিন্তা বাড়াচ্ছে।

শেষ পাওয়া খবর অনুযায়ী অনেকটা সুস্থ তিনি। আপাতত তাঁকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন। চিকিৎসক তন্ময় বন্দ্যোপাধ্যায় তাঁকে দেখছেন স্যালাইন এবং জ্বরের ওষুধও দেওয়া হয়েছে।

ফুটবল কেরিয়ারে সেন্টার ব্যাক পজিশনে খেলতেন সুব্রত ভট্টাচার্য। ১৭ বছর ধরে খেলেছেন মোহনবাগানের হয়ে। জাতীয় দলের হয়েও দীর্ঘ বছর রক্ষণের দায়িত্ব সামলেছেন তিনি। সবুজ-মেরুণের হয়ে প্লেয়ার হিসেবে ফেডারেশন কাপ, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, রোভার্স কাপ, কলকাতা ফুটবল লিগ একাধিকবার জিতেছেন। বাংলার হয়ে জিতেছেন সন্তোষ ট্রফি।

মোহনাবাগানের কোচ হিসেবে ১৯৯৯-২০০০, ২০০১-০২ সালে জাতীয় ফুটবল লিগ জিতেছেন। পেয়েছেন অর্জুন পুরষ্কার, বঙ্গ বিভূষণ ও মোহনবাগান রত্ন।