জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

সফল অস্ত্রোপচার তিরির, তবুও তার বদলে অস্ট্রেলিয়ার ডিফেন্ডারের দিকে চোখ সবুজ মেরুনের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

যুবভারতীতে এএফসি কাপের ম্যাচে গোকুলাম এফসির বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন এটিকে মোহনবাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার তিরি। চোটের কারণে আপাতত সাত-আট মাস মাঠের বাইরে এই বাগান ফুটবলার। তবে তিরির সেই চোটের অস্ত্রোপচার সফলভাবেই সম্পন্ন হল।

এদিন অস্ত্রোপচারের পর তিরি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, “সবাইকে হ্যালো। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কঠিন যাত্রার প্রথম বাধা অতিক্রম হল। ফিরে আসার এক দিন কমল। সকল মেসেজ ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।”

তবে শোনা যাচ্ছে , এটিকে মোহনবাগান রিলিজ করে দেবে তিরিকে। তিরির পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার কার্টিস গুডকে আনবে গঙ্গাপাড়ের ক্লাব। দীর্ঘদিন ইংলিশ প্রিমিয়ার লিগ দল নিউক্যাসলে খেলেছেন এই অজি ডিফেন্ডার। বর্তমানে মেলবোর্ন সিটি এফসির হয়ে খেলেন কার্টিস। শোনা যাচ্ছে, কার্টিস গুডের এজেন্টের সঙ্গে কথা বলেছে এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট । তবে তাকে আনা সহজ নয়। কারণ ২০২৪ সাল অবধি মেলবোর্ন সিটির সাথে চুক্তিবদ্ধ হওয়ায় ট্রান্সফার ফি প্রায় সাড়ে চার কোটি দিতে হতে পারে সবুজ মেরুন কর্তৃপক্ষকে। এখন দেখার সেই ঝুকি নেয় কিনা এটিকে মোহনবাগান! তার আগেই নিজেদের দল গুছিয়ে নিতে মরিয়া জুয়ান ফেরান্দর দল। দলে তারা একাধিক বদল ইতিমধ্যেই নিয়ে এসেছে। তবে রয় কৃষ্ণ এবং ডেভিড উইলিয়ামসের সঙ্গে তিরির অনুপস্থিতি ভোগাবে তাঁদের। শুধু বিদেশী ভরসা বলতে দলে জনি কাউকো।মিডফিল্ডার হিসেবে সফল ৩০ বছর বয়সি এই কাউকো ফিনল্যান্ডের হয়ে এই পজিশনেই গত বছর ইউরো কাপে তিনটি ম্যাচে খেলেছেন। তবে শুধু এই জায়গায় নয়, দলের প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকাও পালন করতে পারেন তিনি। তাঁর এই বৈশিষ্টের জন্য মাঝমাঠ ও আক্রমণের মধ্যে সেতু হিসেবে কাউকোকে ব্যবহার করতে চেয়েছিলেন এটিকে মোহনবাগানের প্রাক্তন স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। বর্তমান কোচ হুয়ান ফোরান্দোও তাঁকে প্রায় একই ভূমিকা পালন করতে দিয়েছেন। আর তাতে তিনি সফলও। গত ২৪ মে মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিরুদ্ধে দাপুটে জয় পায় এটিকে মোহনবাগান । মলদ্বীপের এই ক্লাবকে ৫-২-এ হারিয়ে টুর্নামেন্টের ইন্টার জোনাল সেমিফাইনালে কলকাতার দল। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইন্টার জোনাল সেমিফাইনালে এটিকে মোহনবাগানের প্রতিপক্ষ কারা হতে পারে, তা হয়তো জানা যাবে আগামী মাসে।