জুলাই 5, 2024
Latest:
জেলা

গ্যাসের সিলিন্ডার পিছু দাম বাড়ায় বিক্ষোভ এসইউসিআইসি’র

এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ

আবারও বাড়লো রান্নার গ্যাসের দাম। গতকাল ৫০ টাকা রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার মেদিনীপুর কালেক্টরিতে প্রতিকী গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো এসইউসিআই (কমিউনিস্ট) দল। প্রতিকী গ্যাস সিলিন্ডারে অগ্নিসংযোগ করেন মেদিনীপুর গ্রামীণ লোকাল সম্পাদক স্বপন পাত্র। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের বিশিষ্ট সংগঠক অজিত দাস, টুম্পা গোস্বামী প্রমূখ। স্বপন বাবু বলেন,”বারে বারে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণকে দেউলিয়া করতে চায় এই সরকার। জনগণ সামান্য ভর্তুকি পেতো যে যে জিনিসপত্রের উপর, সমস্ত ভর্তুকি ছাঁটাই করে দিয়ে এদেশের একচেটিয়া মালিক শ্রেণীর পক্ষে কাজ করছে মোদি সরকার। এর আমরা তীব্র বিরোধিতা করছি। আগামীদিনে রান্নার গ্যাসের মূল্য না কমলে আমরা লাগাতার গণ প্রতিরোধ আন্দোলনের দিকে যাবো।”