জুলাই 3, 2024
Latest:
ক্রীড়া

সিএবির দ্বারস্থ বরাবাটি ,কটক যাচ্ছেন সুজন

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের দ্বারস্থ হলো ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন। আগামী ১২ জুন রবিবার কটকের বরাবাটি স্টেডিয়ামে হবে ভারত-দক্ষিণ আফ্রিকার পাঁচ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি ২০ ম্যাচ । বর্ষা ঢুকে যাওয়ায় সেই সময় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে সিএবির সহযোগিতা চাওয়া হয়েছে। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানিয়েছেন,” আমার সঙ্গে ওসিএ-র সচিব সঞ্জয় বেহেরার কথা হয়েছে। বরাবাটি স্টেডিয়ামের মাঠ ঢাকতে কভার কিনেছে ওসিএ। মাঠকে আসন্ন আন্তর্জাতিক ম্যাচের জন্য প্রস্তুত রাখতে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে আমাদের সহযোগিতা চাওয়া হয়। আমাদের সঙ্গে ওই ক্রিকেট সংস্থার খুব ভালো সম্পর্ক। আমরা ওসিএকে সবরকম সহযোগিতার জন্য প্রস্তুত।” ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে সিএবির প্রধান পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে কটকে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। সুজন যাবে কটকে।ভারত-দক্ষিণ আফ্রিকা টি ২০ ম্যাচে বৃষ্টির আশঙ্কা রয়েছে ওই ম্যাচের সময়। ফলে সেই পরিস্থিতি মোকাবিলা করে যাতে সুষ্ঠুভাবে ম্যাচটি আয়োজন করা যায় সেজন্য টেকনিক্যাল বিষয়ে সিএবি বিশেষজ্ঞদের কটকে পাঠাচ্ছে। ২০১৬ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি বিশ্বকাপে প্রবল বৃষ্টি থেকে সদ্য শেষ হওয়া আইপিএলে খারাপ আবহাওয়ার মধ্যেও ম্যাচ করার পরিকাঠামো রয়েছে ইডেনে। সেই কারণে বারাবাটি ইডেনের শরণাপন্ন হচ্ছে। শেষ হওয়া আইপিএলের পরেই সৌরভ টুইট করেন,”ইডেন সেরা ভেন্যু। দু’দিনে ৮০০ রান হল। দু’টি ম্যাচেরই ফলাফল নির্ধারিত হল শেষ ওভারে গিয়ে। কার্পেটের মতো আউটফিল্ড। বিকেলে ঝড়বৃষ্টি হওয়া সত্ত্বেও সময়মতো ম্যাচ শুরু হল। স্টেডিয়ামের সব আসন ভরতি, ঠিক ছবির মতো। সত্যিই আইপিএলের প্লে-অফের জন্য ইডেনের থেকে ভাল মাঠ হতেই পারে না।”আগামী ৯ জুন শুরু ভারত এবং দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ।