জুলাই 8, 2024
Latest:
ফিচাররাজ্য

বুথে রাজ্য পুলিশের প্রবেশের প্রতিবাদে সরব সুকান্ত

এনএফবি, বালুরঘাটঃ

আসানসোল লোকসভার উপনির্বাচন চলাকালীন বুথে রাজ্য পুলিশ বাহিনীর ঢোকা নিয়ে এবার সরব হলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আজ বালুরঘাটে এক সাংবাদিক বৈঠকে তিনি এই ব্যাপারে ক্ষোভ জানিয়ে বলেন, নির্বাচনে কোথাও রাজ্য পুলিশের ঢোকার অনুমতি নেই। তা সত্ত্বেও আসানসোলের ১৭৭ ও ১৭৮ নম্বর বুথে রাজ্য পুলিশকে ঢুকতে দেখা যাচ্ছে। সে নিয়ে তাদের দলের প্রার্থী অগ্নিমিত্রা পল প্রতিবাদ জানাতে গেলে তার গাড়ির উপর হামলা চালানো হয়। পাশাপাশি বুথ থেকে তাদের কর্মীদের বের করে দেওয়ার ব্যাপারে বলেন যা এই রাজ্যেই সম্ভব। তিনি আরো বলেন বিষয়টি নিয়ে তারা সেখানকার অবজার্ভারকে অভিযোগ জানিয়েছেন এবং পুরো পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন বলে জানান।

রাজ্য বিজেপি দলের সভাপতির আরও অভিযোগ তৃণমূল এভাবেই ভোট করায়। কেননা তারা জনগনের মত কে প্রকাশিত হতে দিতে চায় না। তিনি মনে করেন, এরকম বেশিদিন চলতে পারে না। মানুষ একদিন এর বিরুদ্ধে সঠিক পথ বেছে নেবে, বলেও তিনি জানান।

বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনেও সকাল দিকে বেশ কিছু বুথে বিজেপির বুথ কর্মীদের বসতে দেওয়া হয়নি বলে তিনি অভিযোগ জানান। এর পাশাপাশি বালিগঞ্জের বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনী মোবাইল নিয়ে জোর জুলুম চালাচ্ছে বলে তৃণমূলের তোলা অভিযোগ প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি বলেন, কেন্দ্রীয় বাহিনী তাদের নিয়ম মেনেই কাজ করে। কেউ যদি মোবাইল নিয়ে বুথে যাওয়া নিষিদ্ধ জেনেও মোবাইল নিয়ে বুথে যেতে চায় তাহলে কেন্দ্রীয় বাহিনী তো তার কাজ করবেই। নিয়মের বাইরে তারা কিছু করবে না বলে তিনি জানান।

অপরদিকে সাংবাদিক বৈঠকে রাজ্যে বেড়ে চলা ধর্ষণ, খুন প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি ফের দাবি করেন রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। তার আরও অভিযোগ, আমরা যে পশ্চিমবঙ্গে বাস করছি তার পরিমাপ হলো প্রতিদিন রাজ্যে ধর্ষণ হওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ট্রেড মার্ক হল প্রতিদিন রাজ্যে ধর্ষণ হওয়া।

এছাড়া ও তাদের প্রার্থীর বিরুদ্ধে গুন্ডাবাহিনী নিয়ে ঘোরার অভিযোগ অস্বীকার করে পালটা অভিযোগ করে জানান, তাদের প্রার্থীরা তাদের নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনী নিয়ে ঘুরছেন এবং তারা নির্দিষ্ট সীমানায় তাদের নিয়ে যাচ্ছেন ,বরং তার অভিযোগ রাজ্য পুলিশ বাহিনীর দিকে। কেন রাজ্য পুলিশ এই নির্বাচনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বুথের ভেতর প্রবেশ করছে, তাই নিয়ে অভিযোগ জানান তিনি।