জুলাই 5, 2024
Latest:
ফিচাররাজ্য

জঙ্গি যোগের সন্দেহ প্রকাশ সুকান্তের

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

গরু পাচার কাণ্ডের চার্জশিটে হাওয়ালা যোগ। হাওয়ালার মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা একাধিক নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে যেত। এ নিয়ে তীব্র কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন শুধু হাওয়ালা নয় তদন্ত হলে জঙ্গি গোষ্ঠীদের সাথে এদের লিঙ্ক পাওয়া যাবে। কারণ এরা প্রত্যেকেই চক্রান্ত করছে পশ্চিমবঙ্গটাকে বৃহত্তর বাংলাদেশ বানানোর এবং চক্রান্ত করে জঙ্গি গোষ্ঠীদেরকে অর্থনৈতিক দিক থেকে সাহায্য করছে এবং নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে আর্থিক দিক তেকে স্বচ্ছল হচ্ছে এখানকার তৃণমূল নেতারা।

YouTube player

কার্নিভালে জনগণের অভূতপূর্ব সাড়া ফিরহাদের এই দাবিকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন মানুষের মৃত্যুর ওপর দাঁড়িয়ে যদি কার্নিভাল হয় এবং তাতে যদি সিরাজ ভাবিদের মতো লোক সাধারণ মানুষের সাড়া পায় তবে সেই ছাড়া ফিরাজ বাবুর জন্য মুবারাক আমাদের জন্য নয় বাংলার বুক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিউনিস্টদের উৎখাত করার পেছনে যে রাজনৈতিক ব্যক্তিত্বের দ্বারা সম্ভব হয়ে ছিল শিশির অধিকারী তাদের মধ্যে একজন কাঁথিতে জনসভা সেরে সেই রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে দেখা করা শুভেচ্ছার প্রণাম জানান এটা আমার কাছে যথেষ্ট সৌভাগ্যের বললেন সুকান্ত মজুমদার।