অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এক সপ্তাহের উপর হয়ে গেছে বাংলায় জামাইষষ্ঠী। আর কলকাতার জামাই সুনীল ছেত্রী ভারতীয় দলের সঙ্গে কলকাতায় থাকলেও তিনি জামাইষষ্ঠীতে আসতে পারেননি শ্বশুরবাড়িতে। সেই কারণে ভারতীয় দলকে জিতিয়ে এশিয়া কাপে কোয়ালিফাই করিয়ে জামাইষষ্ঠী খেলেন শ্বশুর সুব্রত ভট্টাচাৰ্যর ঘরে। সুনীল জানালেন,”খুব ভালো লাগছে। জামাইষষ্ঠী মিস করতে চাই না। এই অনুভূতিটা আলাদা।” এদিন সুনীল পাঁচ রকমের ভাজা, মাছ, মাংস মিষ্টি সবকিছুই খেলেন। সুনীলের শশুর সুব্রত ভট্টাচাৰ্য জানালেন,” সুনীল তো আমাদের ঘরের ছেলেই, ভালো লাগলো।” সুনীল ছেত্রীর পারফরমেন্স নিয়ে সুব্রত জানালেন,” ওর নিজের অধ্যাবসা সাধনার মূল্য পাচ্ছে। চাপের মুহূর্তে খেলায় সুনীলই সেরা।” সুনীলই কি সর্বকালের সেরা ভারতীয় ফুটবলার! ময়দানের বাবলু জানালেন,”সর্বকালের সেরা নয় অন্যতম সেরা। চুনী দা আছে, প্রদীপ দা আছে, বলরাম আছে, সুভাষ ভৌমিক, আকবর, হাবিব আছে ওদের সঙ্গে সুনীল থাকবে এক সারিতে।” সুনীল কেরিয়ারের শেষ মুহূর্তে আছেন কতদিন সুনীলকে দেখতে চান!” সুব্রত ভট্টাচাৰ্য জানালেন, যতদিন শরীর দেয় খেলবে। যতদিন মন চায় খেলবে। ফিট আছে তো অসুবিধা নেই।”