জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

বিরাটের পাশে দাঁড়ালেন সুনীল

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবারে বিরাট কোহলির পাশে দাঁড়ালেন সুনীল গাভাস্কার। এদিন বিরাট কোহলির বর্তমান ফর্ম সম্পর্কে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার বলেছেন, ”রোহিত শর্মা যখন রান করেন না, তখন কেউ কথা বলেন না। যখন অন্য ব্যাটসম্যান রান করেন না, তখন কেউ কথা বলেন না। দল এখন যেভাবে খেলছে, তাতে ক্রিকেটাররা কয়েকবার ব্যর্থ হতে পারে।” ২০১৯ সালে শেষবার শতরান করেন কোহলি। ইডেনে দিন রাতের টেস্ট ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শতরান আপাতত তাঁর শেষ শতরান। এরপর লম্বা সময় ধরে তাঁর ব্যাট থেকে শতরান আসেনি। IPL-এও একই ছবি দেখা গেছে। অধিনায়কত্ব ছেড়েও লাভ হয়নি। যতদিন যাচ্ছে তত কোহলির উপর চাপ বাড়ছে। প্রত্যাশার চাপ রাখতে না পেরেই কোহলির পদস্খলন হচ্ছে বলে মনে করেন কেউ কেউ। তবে কোহলি যে গত ১০ বছরে সেরা তা নিয়ে দ্বিধা নেই। তিনি যেমন ব্যাটিংয়ে দাপট দেখিয়েছেন, তেমনই অধিনায়কত্বেও দলকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। দলের মধ্যে আগ্রাসন, জেদ ঢুকিয়েছেন তিনি। টেস্ট দলকে ১ নম্বরে নিয়ে যাওয়া হোক বা বিদেশের কঠিন পিচে জিতে আসা, সবই হয়েছে কোহলির নেতৃত্বে। ফলে কোহলি অফ ফর্মে থাকলেও তাঁকে বসানোর কথা ভাবতে পারেন না নির্বাচকরা। বিভিন্ন মহল থেকে কোহলিকে বসানোর দাবি উঠলেও তাঁর উপরেই ভরসা রাখতে চান সুনীল গাভাস্কার।