জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

সুনীলদের প্রাক্তন হেড স্যার লাল হলুদের সম্ভাব্য নতুন কোচ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ইস্টবেঙ্গলের সবকিছু শেষ মুহূর্তেই হচ্ছে। লাল হলুদের হেড কোচের দৌড়ে অনেক নাম থাকলেও শেষ মুহূর্তে বাজিমাত করতে চলেছেন প্রাক্তন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন। এই ব্রিটিশ কোচকে লাল হলুদের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে ইমামির তৈরী করে দেওয়া এজেসি। প্রাক্তন ভারতীয় কোচও রাজি। আগামী ২-৩ দিনের মধ্যে ইস্টবেঙ্গলে সই করবেন সুনীল ছেত্রীদের প্রাক্তন হেডস্যার এবং তারপরেই কলকাতায় । ইস্টবেঙ্গল ও ইমামির চুক্তিপত্র সই হলেই সব হবে । দুই মরশুমের চুক্তি হবে তার সঙ্গে ।
শুধু আইএসএলেই কোচিং করাবেন তিনি। ডুরান্ড আর কলকাতা লিগে তার সহকারী সন্তোষ ট্রফি জয়ী বিনো জর্জ কোচিং করাবেন।
এর আগে চেন্নাইন এফসির হেড কোচ পদে স্টিফেনের আসার জোর জল্পনা ছিল, কিন্তু শেষ অবধি তা হয়নি। এবার ভারতের জাতীয় দলকে দুই দফায় সাফল্যের সাথে কোচিং করানো কনস্টানটাইনকে নিতে চায় লাল হলুদ শিবির । এমনকি এই বিষয়ে সবুজ সংকেত দিয়েছে ইমামিও। তার সবথেকে বড় প্লাস পয়েন্ট ভারতীয় ফুটবল সংস্কৃতি আর অনেক ভারতীয় ফুটবলারদের চেনেন ভালো করে। ২০০২ সালে প্রথমবার ভারতীয় দলের কোচ নিযুক্ত হন স্টিফেন। তখন তিন বছর ছিলেন তিনি। এরপর ২০১৫-১৯ পর্যন্ত দ্বিতীয় পর্বে একই দায়িত্ব সামলেছেন তিনি। বেশ সফল ভারতের র‌্যাঙ্কিং। তিনি একসময় ৯০ এর কাছে নিয়েও গেছিলেন।

মিটে গিয়েছে ইমামি ও ইস্টবেঙ্গলে সব সমস্যা। হাতে গোনা কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে চুক্তিপত্রে সই। তারপরই শুরু হবে একের পর এক ফুটবলারকে সই করানো প্রক্রিয়া। ইতিমধ্যেই একাধিক ফুটবলারের সঙ্গে কথাবার্তা বেশ কিছুটা এগিয়ে রয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন কোচের সঙ্গেও কথাবার্তা চলছে। এই পরিস্থিতিতে সামনে কলকাতা লিগ ও ডুরান্ডের কথা মাথায় রেখে আগামী দশ দিনের মধ্যেই দলকে অনুশীলনে নামাতে চাইছেন লাল-হলুদ কর্তারা। তবে জানা গিয়েছে লাল-হলুদ কর্তারা টুর্নামেন্ট ভেদে নিয়োগ করতে পারেন কোচ।

বেশ কিছু দিন ধরে কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কোচ হিসেবে মোহনবাগানের আইলিগ জয়ী কোচ শকংরলাল চক্রবর্তী, বাংলার সন্তোষ ট্রফি দলের কোচ রঞ্জন ভট্টাচার্যদের নাম শোনা গিয়েছিল। আবার ক্লাবের একটা অংশ বাগানের আইলিগ জয়ী কোচ সঞ্জয় সেনের নামও তুলেছিলেন। কিন্তু এই মুহূর্তের যা পরিস্থিতি, তাতে হয়তো বাঙালি কাউকে কোচের ভূমিকায় সাইড লাইনে দেখা যাবে না। এই মুহূর্তে দৌড়ে এখন এগিয়ে কেরলের সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনো জর্জ।