জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

হার্দিক হতে পারে শাস্ত্রী বলছেন সানি

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

সোমবার ঘোষিত হয়েছে বিশ্বকাপের জন্য ১৫ জনের দল। সেই দলে যেমন চোট সারিয়ে ফিরেছেন ভারতের অন্যতম সেরা বোলার যশপ্রীত বুমরাহ এবং হার্ষাল প্যাটেল। তেমনি দলে জায়গা পাননি আইপিএলে ছন্দে থাকা মহম্মদ সামি এবং সঞ্জু স্যামসন।

প্রসঙ্গত, বিশ্বকাপের ১৫ জনের দলে ভারতীয় কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাওস্করে বাজি হার্দিক পাণ্ডিয়া। তিনি ভারতীয় এই অলরাউন্ডারের তুলনা করেছেন ১৯৮৫ সালের রবি শাস্ত্রীর সঙ্গে। ১৯৮৫ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্যাট ও বল হাতে নজর কেড়েছিলেন শাস্ত্রী। তাঁর দুরন্ত পার্ফরমেন্সের সুবাদে ট্রফি জেতে ভারত। সেইবার ব্যাট হাতে শাস্ত্রী করেন ১৮২ রান এবং বল হাতে শিকার করেছিলেন আটটি উইকেট। ১৯৮৫ সালের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি জেতে ভারত।
ভারতের প্রাক্তন অধিনায়ক গাভাস্কার বলেন, “১৯৮৫ সালে রবি যা করেছিল ভারতের জন্য, আমার মনে হয় এ বার হার্দিক সেটা করার ক্ষমতা রাখে। রবি সে বার ব্যাটিং, বোলিং দুটোই ভাল করেছিল। বেশ কিছু ক্যাচও নিয়েছিল। হার্দিকের ক্ষমতা আছে এগুলো করার। মিড অফে যে ভাবে দৌড়ে ফিল্ডিং করে ও সেটা ভুললে চলবে না। এক থ্রোয়ে উইকেট ভাঙা হোক বা ক্যাচ নেওয়া হার্দিক যথেষ্ট পারদর্শী। শুধু ব্যাটিং বা বোলিং দিয়ে নয়, হার্দিক ম্যাচ ঘুরিয়ে দিতে পারে ফিল্ডিং দিয়েও।”

উল্লেখ্য, আগামি ২২ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।