জুলাই 1, 2024
Latest:
শিক্ষা ও কেরিয়ার

গেট স্থগিতের আর্জি খারিজ করল শীর্ষ আদালতও

এনএফবি, নিউজ ডেস্কঃ

গেট (GATE EXAM 2022) পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ করে দিল শীর্ষ আদালত। নির্ধারিত সূচি মেনে পরীক্ষা হবে কি না তা সিদ্ধান্ত নেবে আইআইটি খড়্গপুর।

সূচি অনুযায়ী ৫ ফেব্রুয়ারি শনিবার গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং (গেট) এগজ্যাম হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্যে বন্ধ স্কুল কলেজ। একাধিক পরীক্ষাও স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে এই বছরের গেট স্থগিত রাখা হবে কি না, সে বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মহল থেকে দাবি ওঠে গেট স্থগিত করে দেওয়ার। তারই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আবেদনও করা হয়।

সেই আবেদনে সাড়া দিল না আদালত। বৃহস্পতিবার বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি বিক্রম নাথের বেঞ্চ বলেছে, “ নির্ধারিত সূচির ৪৮ ঘন্টা আগে পরীক্ষা স্থগিত করে দেওয়া যায় না। সেটা করলে বিশৃঙ্খলা ও অনিশ্চয়তা তৈরি হতে পারে। পড়ুয়ারা পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন। তাঁদের কেরিয়ারের সঙ্গে খেলা করা যায় না।“

আরও পড়ুনঃ তৃণমূল কর্মী মৃত্যুর তদন্তের ভার নিচ্ছে এনআইএ

পরীক্ষা স্থগিতের আর্জি খারিজ করে দিলেও সুপ্রিম কোর্ট জানিয়েছে, আইআইটি খড়গপুর যদি শনিবার পরীক্ষা নিতে রাজি না থাকে, তাহলে তারা চাইলে গেট স্থগিত রাখতে পারে। কিন্তু শীর্ষ আদালত এ বিষয়ে কোনও নির্দেশ দেবে না।

আগামী ৫, ৬ এবং ১২ ও ১৩ তারিখ দু’দফায় গেট হওয়ার কথা ছিল। আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছানোর জন্য ট্রাভেল পাসের ব্যবস্থা করা হয়েছে। এখন অদৌ পরীক্ষা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে আইআইটি খড়্গপুর কর্তৃপক্ষ।