ফার্মাসিউটিকাল কোম্পানির Dolo 650-র বিপণণ নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ শীর্ষ আদালতের

এনএফবি, ওয়েব ডেস্কঃ

ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাম্প্রতিক গতিবিধি নিয়ে করা জনস্বার্থ মামলার বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রীম কোর্ট ৷ বলা হয়েছে ফার্মাসিউটিকাল কোম্পানি গুলোর বিপণণ প্রক্রিয়ার ওপর ভিত্তি করেই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা দামি ওষুধ লিখতে বাধ্য হন৷ আর তাতে সবথেকে বেশি ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ ৷

সুপ্রিম কোর্টে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের অধীনে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সের তরফ থেকে করা মামলাটিতে অভিযোগ করা হয়েছিল তা হল, ফার্মাসিউটিকাল কোম্পানি গুলো মোটা অঙ্কের টাকা খরচ করে ডাক্তার অথবা স্বাস্থ্যকর্মীদের Dolo 650 অথবা Paracetamol বিতরণ করছে আর চাপে পড়ে ডাক্তাররা Dolo 650 অথবা Paracetamol প্রেসক্রিপশনে লিখতে বাধ্য হচ্ছে ৷ তারফলে কোভিডের সময় এই ওষুধ গুলি বাজার থেকে উধাও হয়ে গিয়েছিল ৷ পরবর্তীতে দামও বেড়ে যায় ওষুধ গুলির ৷

সুপ্রীম কোর্টের এই উদ্বেগ প্রকাশের পর ফার্মাসিউটিকাল কোম্পানি গুলি তাদের বিপণণ নীতি আদৌ পরিবর্তন করবে কিনা এখন সেটাই দেখার বিষয় ৷