অঞ্জন চ্যাটার্জি, এনএফবিঃ
বাংলা ফুটবলে ফের নক্ষত্র পতন। সম্প্রতি প্রয়াত হয়েছেন সুভাষ ভৌমিক, এর মধ্যেই বৃহস্পতিবার দুপুর ১ টা ৫৪ মিনিটে এই প্রজন্মের ফুটবল তারকা সুরজিৎ সেনগুপ্তর জীবনাবসান হল। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।
করোনা আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সুরজিৎ।চিকিৎসক অজয়কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তাঁর। একই সঙ্গে তাঁর দেখভাল করছিলেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্য চিকিৎসকেরা। চিকিৎসকরা ক্রমাগত তাঁর শরীরের দিকে নজর রেখেছিলেন। শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় সুরজিতকে ভেন্টিলেশনে রাখার ব্যবস্থা করা হয়। সুরজিতের জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নেতৃত্বে বৈঠক হয়েছিল। সেখানে তিন প্রধানের কর্তারা ছাড়াও আইএফএ(IFA) সচিব জয়দীপ মুখোপাধ্যায় ছিলেন। সেখানেই সুরজিতের জন্য মেডিক্যাল টিম গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত সপ্তাহে সুরজিতকে দেখতে গিয়েছিলেন ক্রীড়ামন্ত্রী।
আরও পড়ুনঃ জঙ্গিপুরে অটো উল্টে মৃত ২, আহত ১১