জুলাই 4, 2024
Latest:
ক্রীড়া

এখনও ভেন্টিলেশনেই সুরজিৎ

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

অবস্থা এখনও আশানুরূপ নয়। এখনও ভেন্টিলেশনেই আছেন প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। আশার খবর বুকের এক্স-রে রিপোর্ট কিছুটা ভালো। ইকোকার্ডিয়োলজি এবং হল্টার মনিটরিং একাধিক বার করা হয়েছে। হৃদরোগ বিশেষজ্ঞ এবং স্নায়ুরোগ বিশেষজ্ঞরাও সুরজিৎকে দেখেছেন। ঘনঘন খোঁজ নিচ্ছেন।
বুধবারের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, ভেন্টিলেশনেই রাখা হয়েছে সুরজিৎকে। ভেন্টিলেশনের সাহায্যে সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকছে। ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষজ্ঞেরা তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন। তবে কবে পুরোপুরি সুস্থ হবে সেটা জানা নেই। মঙ্গলবার অবস্থা রাতে খারাপ ছিল। গত ২৩ জানুয়ারি করোনা আক্রান্ত হয়ে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সুরজিৎ সেনগুপ্ত। কিন্তু ২৪ তারিখ থেকে তার অবস্থার অবনতি হতে শুরু করে। অক্সিজেনের পরিমাণ অনেকটা কমে যাওয়ায় চিকিৎসকরা কোনও দেরি করেননি। তড়িঘড়ি তাকে পোর্টেবল বাইপাপ দেওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থায় তখন থেকেই চিন্তায় ছিলেন চিকিৎসকরা। পরে সুরজিৎ সেনগুপ্তর শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুনঃ পুর নির্বাচনের আগে কাঁথিতে পদ্মশিবির থেকে ঘাসফুলে যোগদান
সুরজিৎ সেনগুপ্তর চিকিৎসায় রাজ্য সরকারের তরফ থেকে সবরকম সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে। চিকিসার জন্য গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ডও। ডাক্তার অজয় কৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে সুরজিতের। এ ছাড়াও তাঁর দেখভাল করছেন বিভিন্ন হৃদরোগ বিশেষজ্ঞ, পালমোনোলজিস্ট এবং অন্যান্যরা। কয়েকদিন ধরেই ভেন্টিলেশনের সাহায্যে সুরজিতের শরীরে অক্সিজেনের মাত্রা ৯৪ থেকে ৯৫ শতাংশের মধ্যে থাকছে। কম শক্তিশালী ভেসোপ্রেসার সাপোর্টের মাধ্যমে তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিশেষজ্ঞরা তাঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন। সুরজিৎ সেনগুপ্তর শারীরিক অবস্থা চিন্তায় রেখেছে পরিবার পরিজনদের।
প্রসঙ্গত, ২৩ জানুয়ারির আগে থেকেই অসুস্থ ছিলেন সুরজিৎ সেনগুপ্ত। হাল্কা জ্বর, ঠান্ডা লাগার পাশাপাশি ছিল প্রচন্ড কাশি। এরপরে করোনা পরীক্ষা হলে রিপোর্ট পজেটিভ আসে। শারীরিক সমস্যা থাকায় তড়িঘ়ডি তাকে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সুরজিৎ। তখন স্টেন্ট বসাতে হয়েছিল। সুরজিৎ সেনগুপ্তর দ্রুত সুস্থতা কামনা করেছেন তার প্রাক্তন সতীর্থ থেকে শুরু করে বর্তমান, প্রাক্তন ফুটবলার ও ক্লাব কর্তারা। রাজ্য সরকার মেডিকেল বোর্ডও গঠন করে সমস্ত সাহায্য করার আশ্বাসও দেন। নিয়মিত সুরজিতের স্বাস্থ্যর খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ইস্টবেঙ্গলের ঘরের ছেলে বলেই সুরজিৎ পরিচিত। ঐতিহাসিক ডার্বিতে লাল হলুদের পাঁচ গোলে জেতার নায়কও ছিলেন তিনি। বিদেশী ফুটবল থেকে সমস্ত নিয়ম ছিল তার মুখস্থ।