জুলাই 8, 2024
Latest:
ক্রীড়া

চাহারের পর শ্রীলঙ্কা সিরিজে নেই সূর্যকুমার যাদবও

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

শ্রীলঙ্কা সিরিজের আগে ফের চিন্তা বাড়লো ভারতীয় শিবিরে। চোটের কারণে আগেই ছিটকে গেলেন দলের নির্ভরযোগ্য ব্যাটার সূর্যকুমার যাদব। বিরাট কোহলি ও ঋষভ পন্থ না থাকায় দলের ব্যাটিংয়ের স্তম্ভ ছিলেন সূর্য। কিন্তু তাঁর হাতে চোট লেগেছে। ফলে সেই কারণে ৩১ বছরের এই ব্যাটারকে পাচ্ছে না ভারত। ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন সূর্য। এরপরেই মাঠ থেকে বেরিয়ে যান। যদিও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি২০ সিরিজে সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন তিনি। তিনটি ম্যাচে ১০৭ রান করেন। সূর্যর আগে শ্রীলঙ্কা সিরিজে চোটের জন্য ছিটকে যান পেস বোলার দীপক চাহার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ ম্যাচে বল করার সময় চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ওভারের মাঝ পথেই মাঠ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এই দুই ক্রিকেটারের পরিবর্ত হিসাবে কারর নাম জানায়নি বোর্ড। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু তিন ম্যাচের ভারত ও শ্রীলঙ্কা টি২০ সিরিজ।

তবে আইপিএলে সূর্যকুমার যাদব খেলতে পারবেন কিনা সেটা নিয়ে ধোঁয়াশা! এবারেও মুম্বই ইন্ডিয়ান্স নিয়েছে তাকে। তিনি মুম্বই দলে ডাক পেয়ে জানান,‘যখন আমি ২০১৮ সালে এখানে এসেছিলাম। এটা আমার জন্য একটি অবিশ্বাস্য সময় ছিল। এখানে অনেক শিক্ষা পেয়েছি, অনেক উত্থান-পতন দেখেছি। কিন্তু, এটি দেখার জন্য একটি ইতিবাচক দিক আছে। আমি সবার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। চার বছরে দুইবার জিতেছি। আমি মনে করি এটি একটি বড় ইতিবাচক দিক যা আমি নেব এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরপর দু’বার জিতেছি। আমি মনে করি এটি এই দলের চরিত্রকে বোঝায়।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দীপক চাহার। আপাতত পাঁচ থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে।ডাক্তারী ভাষায় তাঁর ডান পায়ের পেশীতে গ্রেড টু টিয়ার হয়েছে। ইতিমধ্যেই নাকি ভারতীয় দলের বায়ো বাবল থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে। মঙ্গলবার থেকে রোহিত শর্মারা প্রস্তুতি শুরু করে দিলেও, তিনি মাঠে নামেননি। আপাতত মাঠে ফেরার আগে পাঁচ থেকে ছয় সপ্তাহ রিহ্যাব সেশনে থাকতে হবে তাঁকে। তাঁর পরিবর্তে কে খেলবেন তার চিন্তা ভাবনা অবশ্য এখন থেকেই ভারতীয় দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে। শোনাযাচ্ছে চাহারের জায়গায় ভুবনেশ্বর কুমারকে খেলানো হতে পারে। আবার দলে রয়েছেন আভেশ খানও, তাঁকে নিয়েও একটা ভাবনা রয়েছে। তবে সুইংয়ের জন্য ভুবনেশ্বর কুমারই খানিকটা এগিয়ে রয়েছেন।