এনএফবি,জলপাইগুড়িঃ
ইডি, সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে, বিক্ষোভ মিছিল করল জলপাইগুড়ি জেলা যুব তৃণমূল। সিবিআই ও ইডি বিজেপি কেন্দ্র সরকারের খাঁচায় বন্দি তোতা পাখি বলে অভিযোগ তৃণমূলের। শনিবার বিকেলে শহরে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা ও জয় শাহের মুখোশ পরিয়ে হাতে দঁড়ি বেধে চার কিলোমিটার রাস্তা পরিক্রমা করল যুব তৃণমূল।
এদিন শহরের গান্ধীমূর্তির পাদদেশ থেকে মিছিলটি শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে। মিছিলের শুরুতে শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মা, জয়শাহ’র মুখোশ পরা তিনজনকে দড়ি বাঁধা অবস্থায় রাখা হয়েছিল। যুব তৃণমূল জেলা সভাপতি সৈকত চট্টোপাধ্যায় দড়ি ধরে শহর পরিক্রমা করান। সৈকত বলেন, “আমরা পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে গার্ড করতে রাস্তায় নামিনি। ইডি ও সিবিআই আরএসএস ও বিজেপি দুই ভাইয়ে পরিণত হয়েছে। তাই বিজেপি নেতাদের কোনো দুর্নীতি তাদের চোখে পড়েনা। শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা হচ্ছে না। অমিত শাহের ছেলে জয় শাহ লকডাউনের সময় ৫০ হাজার টাকা ব্যবসা শুরু করল। ১৬০০ গুণ ব্যবসা বৃদ্ধি হল। তার বিরুদ্ধে কোন তদন্ত হল না কেন? তৃণমূলের একজন দুজনকে ধরে সবাইকে চোর বলা হচ্ছে। সবচেয়ে বেশি দুর্নীতি পিএম কেয়ার রিলিফ ফান্ড। সবার আগে জেলে যদি ঢুকাতে হয় মোদী আর অমিত শাহকে ঢুকাতে হয়। ওরা যাকে ইচ্ছে গ্রেফতার করুক আমরা জনতার আদালতে যারা দোষী তাদের গ্রেফতার করে শহর ঘোরালাম।” বিজেপি জেলা সম্পাদক শ্যাম প্রসাদ বলেন,”গরু চোর ধরা পড়েছে তাই ছোট চোররা রাস্তায় নেমে লাফালাফি করছে। চাকরি চোর, গরু চোর জলপাইগুড়িতে আছে। এখানে সিবিআই আসবে। তখন মা ও বোনেরা এদের জুতো খুলে পেটাবে।”