এনএফবি, আলিপুরদুয়ারঃ
ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজারে বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেলো একটি দর্জির দোকান। অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ঐ দোকানের মালিকের নাম হাসান আলী।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় দোকানের জামা-প্যান্ট ও ছয়টি সেলাই মেশিন সহ দোকানে থাকা বিভিন্ন আসবাবপত্র। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফালাকাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও জটেশ্বর ফাঁড়ির পুলিশ। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানের মালিক হাসান আলী জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। গভীর রাতে স্থানীয় বাসিন্দারা তাকে খবর দেন যে তার দোকানে আগুন লেগেছে। খবর শুনেই ছুটে আসেন তিনি। কিন্তু ততক্ষণে দোকানে রাখা জামাকাপড়, সেলাই মেশিন, ফ্যান, অর্ডারের কাপড় সব পুড়ে ছাই হয়ে যায়।
ঈদের আগে এই অগ্নিকাণ্ডের ফলে মাথায় হাত পড়েছে হাসান আলীর। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ছয়-সাত লক্ষ টাকা হবে বলে দাবি করেন তিনি। তবে আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুনঃ তীব্র দাবদাহে ভবঘুরে অসুস্থ মহিলার চিকিৎসায় প্রশাসনের সাহায্য