এনএফবি,শিলিগুড়িঃ
গোল্ডেন তক্ষক সহ ৩ পাচারকারীকে ধরল বনকর্মীরা। একটি প্রাইভেট গাড়ি করে সেই তক্ষক নিয়ে আসা হচ্ছিল শিলিগুড়িতে। মেঘালয় থেকে অসম হয়ে ডুয়ার্সের পথে শিলিগুড়ি ঢোকার মুখেই ওদলাবাড়ি এলাকায় একটি হোটেলের কাছে গাড়ি আটক করে বনকর্মীরা। বৈকন্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জের কাছে গোপন খবর ছিল তক্ষক পাচারের কথা। সেই মতো রেঞ্জার সঞ্জয় দত্তর নেতৃত্বে পুরো দল রাতে তৈরি ছিল ওদলাবাড়িতে। অসম নম্বরের গাড়িটি আসতেই ধরে ফেলা হয় তক্ষক সহ ৩ পাচারকারীকে ।
বাজেয়াপ্ত গাড়ি ৷ নিজস্ব চিত্র