জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

ভিভোকে সরিয়ে আইপিএলের টাইটেল স্পনসর টাটা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আগামী বছর থেকে আইপিএল-এর নতুন মূল স্পনসর হিসেবে দেখা যাবে টাটা গোষ্ঠী’কে। সংবাদ সংস্থা পিটিআই-কে এই কথা জানিয়েছে আইপিএল-এর চেয়ারম্যান ব্রিজেশ পটেল। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত আইপিএল-এর প্রধান স্পনসর হিসেবে বিসিসিআই-এর সঙ্গে চুক্তিবদ্ধ ছিল ভিভো।

২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের সেনাবাহিনীর মধ্যে তৈরি হওয়া বিবাদের জেরে এক বছর মূল স্পনসর হয়েও সরে দাঁড়ায় চাইনিজ মোবাইল প্রস্তুতরকারী সংস্থাটি। কিন্তু ২০২১ সালে আবার টাইটেল স্পনসর হিসেবে ফিরে আসে তারা। তবে এবার আসন্ন আইপিএলে ভিভোর পরিবর্ত হিসেবে টাটা গ্রুপ আইপিএলের নতুন স্পনসর হতে চলেছে, এমনটাই আজ (মঙ্গলবার) জানান আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল। সংবাদ সংস্থা পিটিআই-কে তিনি বলেন,”এই বছর চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএল-এর স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ।” ২০২৩ পর্যন্ত টাটার সঙ্গে চুক্তি হতে চলেছে আইপিএল-এর। তবে কত টাকার বিনিময় সেই চুক্তি হবে তা এখনও জানা যায়নি। আসন্ন আইপিএলে খেলতে দেখা যাবে দশটি দলকে। আহমেদাবাদ এবং লক্ষ্ণৌ দু’টি নতুন দল যোগ দিয়েছে এবারে।