জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

চা- বাগান কর্মীদের তিন দিনের কর্ম বিরতির ডাক

এনএফবি, আলিপুরদুয়ারঃ

চা বাগানের স্টাফ ও সাব স্টাফদের বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে মঙ্গলবার থেকে তিন দিনের কর্মবিরতি শুরু করল স্টাফ ও সাব স্টাফ জয়েন্ট কমিটি।

মঙ্গলবার সকালে চা বাগানের স্টাফ ও সাব স্টাফ জয়েন্ট কমিটির তরফে কালচিনি ব্লকের বিভিন্ন চা বাগানে ঐ কর্মবিরতি শুরু করা হয়। এদিন সকালে বিভিন্ন চা বাগানের ফ‍্যাক্টরি গেটের সামনে গেট মিটিং করে জয়েন্ট কমিটি। উল্লেখ্য, বেশ কয়েকবার স্টাফ ও সাব স্টাফদের বিভিন্ন দাবি নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। স্টাফ ও সাব স্টাফদের দাবি শীঘ্র বেতন বৃদ্ধি করা হোক।

এছাড়াও কর্মীদের অবসরের বয়স ৫৮ থেকে ৬০ বৎসর করা সহ নানান দাবি রয়েছে। এদিন কালচিনি ব্লকের ভাটপাড়া,মেচপাড়া,ভাতখাওয়া সহ বিভিন্ন চা বাগানে কর্মবিরতিতে সামিল হয় স্টাফ ও সাব স্টাফ জয়েন্ট কমিটি।