জুন 29, 2024
Latest:
জেলা

ন্যূনতম মজুরির দাবিতে চা শ্রমিকদের গেট মিটিং

এনএফবি, জলপাইগুড়িঃ

দীর্ঘদিন ধরে লড়াই করেও উত্তরবঙ্গের চা শ্রমিকদের নূন্যতম মজুরীর ফয়সলা হলো না। ৪ঠা এপ্রিল শেষ মিটিং এ মালিক পক্ষ ১৭ টাকা বৃদ্ধির কথা বলেন । যা কোন ভাবেই ন্যূনতম মজুরির দাবিকে সমর্থন করে না। শ্রমিক পক্ষ মালিক পক্ষের কাছে দাবি করেন কোন যুক্তিতে এই টাকা বৃদ্ধির কথা বলা হলো তা জানান। কিন্ত মালিক পক্ষ কোন উত্তর দেননি বলে শ্রমিক সংগঠনের নেতৃত্বের দাবি। ফলে গত ২২শে এপ্রিল জয়েন্ট ফোরামের আহ্বানে ন্যূনতম মজুরির দাবিতে ২৯ ও ৩০ এপ্রিল একঘন্টা কাজের শুরুতেই গেট মিটিং করার সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী বাগানে গেট মিটিং চলছে।

নিজস্ব চিত্র

ডেঙ্গুয়াঝার সরস্বতীপুর, জয়পুর সহ বিভিন্ন বাগানে গেট মিটিং চলছে। জয়েন্ট ফোরামের পক্ষে গেট মিটিং এ বক্তব্য রাখেন কৃষ্ণ সেন, শুভাশিস সরকার, গণেশ ওরাঁও এথেল ওরাঁও লাল্টু মোহাম্মদ রহিত রওশন তির্কি সুকরাম ওরাও বিশু ওরাঁও অমল নায়েক প্রমুখ ৷