জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

শিক্ষক দম্পতির বাড়িতে দিনে- দুপুরে চুরি, চাঞ্চল্য

এনএফবি,কোচবিহারঃ

ফাঁকা বাড়ির সুযোগে এক শিক্ষক দম্পতির বাড়িতে চুরির ঘটনার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। গতকাল বিকেলে ওই দম্পতির ফাঁকা বাড়িতে তালা ভেঙে কয়েক লক্ষ টাকার সোনার গয়না সহ নগদ টাকা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা চাঞ্চল্যকর এই চুরির ঘটনাটি ঘটেছে নিশিগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের শিক্ষকপল্লী সংলগ্ন এলাকায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

জানা গিয়েছে, ফাঁকা বাড়ির সুযোগে পেছনের দরজা দিয়ে ঢুকেছিল চোরেরা।প্রতিদিনের মত শিক্ষক দম্পতি বিশ্বজিৎ দাস ও সুস্মিতা সাহা মঙ্গলবার সকালে তালা বন্ধ করে স্কুলে যান। বিকেলে বাড়ি ফিরে দেখেন, বাড়ির পিছনের দরজার তালা ভাঙা, আলমারি খোলা। ঘরের ভেতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জামাকাপড় সহ অন্য জিনিসপত্র। আলমারি থেকে উধাও টাকা-গয়না। আনুমানিক দশ লক্ষ টাকার সোনার গহনা সহ নগদ ৫০ হাজার টাকা ও মূল্যবান সামগ্রী চুরি যায় বলে জানান ওই শিক্ষক দম্পতি।
এরপর তারা খবর দেয় নিশিগঞ্জ ফাঁড়িতে।

নিজস্ব চিত্র

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির তদন্ত শুরু করেছে। এদিনের চুরির ঘটনায় যথেষ্ট উদ্বেগে রয়েছে এলাকাবাসী। মাথাভাঙ্গা থানার আই সি ভাস্কর প্রধান জানান, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।