এনএফবি, তপনঃ
তপন ব্লকের রামচন্দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ দুই সহকারী শিক্ষকের সঙ্গে তফসিলি জাতি ও জনজাতিভুক্ত দুই শিক্ষকের বচসার ঘটনায় সাংবাদিক বৈঠক করলো দুই পক্ষের শিক্ষকরা।শুক্রবার তপন ব্লক অফিসে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এদিন সাংবাদিক বৈঠক থেকে বিদ্যালয়ের সুন্দর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা জানালেন শিক্ষকরা।
আরও পড়ুনঃ ফের ৩৫ ইউটিউব চ্যানেল বন্ধ করল কেন্দ্র
উল্লেখ্য, গত মাসে তপন ব্লকের রামচন্দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভজিৎ সাহা দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলে তফসিলি জাতি ও জনজাতি ভুক্ত দুই শিক্ষক ইন্দ্রদেব উড়াও এবং অশ্বিনী মাহারা। এনিয়ে তপন থানায় অভিযোগ দায়ের করে দুই শিক্ষক। অপরদিকে ওই দুই শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা করার অভিযোগ তুলে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। যার জেরে ব্যাঘাত ঘটে বিদ্যালয়ের পঠনপাঠনে। এদিকে ঘটনার পর আজ শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন দুই পক্ষের শিক্ষকরা।সাংবাদিক বৈঠক করে নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেওয়ার কথা জানান তারা।
আরও পড়ুনঃ এগারো বছর বয়স পর্যন্ত মাস্ক বাধ্যতামূলক নয়ঃ নয়া নির্দেশিকা
ইন্দ্রদেব উড়াও