জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

সেঞ্চুরিয়ন টেস্ট জিতল টিম ইন্ডিয়া

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

নজির গড়লেন রাহুল দ্রাবিড়। ভারতের হয়ে অধিনায়ক হিসেবে পনেরো বছর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের প্রথম টেস্ট জেতেন তিনি। আর কোচ দ্রাবিড়ও নিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের মাঠে জয় পেলেন। সেঞ্চুরিয়ন টেস্ট ১১৩ রানে জিতল ভারত। ৩২৭ রানে থামে ভারতের প্রথম ইনিংস। তৃতীয় দিন স্কোরবোর্ডে মাত্র ৫৫ রান যোগ করে ৭ উইকেট হারিয়ে বসে কোহলির ভারত। দ্বিতীয় ইনিংসে ভারত ৫০.৩ ওভার খেলে ১৭৪ রানে অলআউট হয়ে যায়। দুই ইনিংস মিলিয়ে টিম ইন্ডিয়া ৩০৫ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে ম্যাচ জিততে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ২১১ রান এবং টিম ইন্ডিয়ার প্রয়োজন ৬টি উইকেট। একটা সেশন পুরো খেলে লাঞ্চ বিরতিতে যায় দুই দল। তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে বেশিক্ষণ খেলা এগোতে দেননি অশ্বিন-সামিরা। ১৯১ রানে থেমে যায় প্রোটিয়ারা। যার ফলে এই মুহূর্তে ৩ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। দ্বিতীয় ইনিংসে ৩টি করে উইকেট পেয়েছেন জশপ্রীত বুমরা এবং মহম্মদ সামি। এবং ২টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন।বাকি দুই ম্যাচের এক ম্যাচ জিতলেই প্রথম বার দক্ষিণ আফ্রিকার মাটি থেকে সিরিজ জিতে ফিরবে টিম ইন্ডিয়া।