জুলাই 5, 2024
Latest:
রাজ্য

আজ থেকে ঊর্ধ্বমুখী হবে পারদ, সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা

এনএফবি, কলকাতাঃ

পশ্চিমী ঝঞ্ঝার জেরে ফের বৃষ্টির ভ্রুকুটি বাংলায়। মঙ্গলবার থেকেই শীতের দাপট কমবে, বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহের শেষে সরস্বতী পুজোর মধ্যেই পাহাড় থেকে সমতলে ঝেঁপে বৃষ্টি নামার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। ৩ এবং ৪ ফেব্রুয়ারি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, একইসঙ্গে আগামী পাঁচ দিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা।

হাওয়া অফিস জানিয়েছে বুধবার পর্যন্ত দক্ষিণ বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে, তারপর শুরু হবে বৃষ্টি। ৪ ফেব্রুয়ারি অর্থাৎ সরস্বতী পুজোর দিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যজুড়ে, তবে শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। বৃহস্পতিবার হাল্কা বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় বঙ্গে, সেই বৃষ্টি শুক্রবার বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে ভারী বৃষ্টি হওয়ার কথা। ৬ ফেব্রুয়ারি রবিবার থেকে বৃষ্টির দাপট কমে আসবে।

আরও পড়ুনঃ দেউচা পাচামিতে জমিদাতাদের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ক্ষেত্রে ৩ ফেব্রুয়ারি থেকে বৃষ্টি শুরু হবে। ৪ ফেব্রুয়ারি উত্তরবঙ্গের সব জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। ৫ তারিখ থেকে বৃষ্টির দাপট কমে আসবে। ৬ ফেব্রুয়ারি থেকে আকাশ পরিস্কার হয়ে যাবে।

এই বৃষ্টির জেরে মাঠে থাকা সবজি ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। কমতে পারে দৃশ্যমানতা, দার্জিলিং কালিম্পং-এ ধসের পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে বলেও সতর্ক করা হয়েছে। তবে আকাশ পরিস্কার হলে ফের শীতের সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে।