জুলাই 8, 2024
Latest:
স্থানীয়

কাঁথি পুরসভার মূল গেট অবরোধ করে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

তিন মাসের বকেয়া বেতন সহ তিন দফা দাবি নিয়ে শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পুরসভার মূল গেট অবরোধ করে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা।

এই দিন তিন দফা দাবি সহ তৃণমূল পরিচালিত পুরসভার বিরুদ্ধে তৃণমূল কর্মী সংগঠনের বিক্ষোভ প্রদর্শন করে এইদিন। গত তিন মাস ধরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নামেন ঐ কর্মচারীরা । কাঁথি পুরসভার চেয়ারম্যান ও বিজেপি আঁতাতের বিরূদ্ধে অভিযোগ কর্মীদের। শুভেন্দু ঘনিষ্ট দিলীপ চৌহান বলেন, হিমাংশু মান্নাদের কেন আবার কাজে বহাল করা হলো তার জবাব চাইছে কর্মীরা। চেয়ারম্যানের অপসারণ চায় কর্মী সংগঠন।

একাধিক দাবি নিয়ে পুরসভার দুই গেট অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়। দাবি না মিটলে অনির্দিষ্ট কালের জন্য বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় সংগঠনের তরফ থেকে।