জুলাই 5, 2024
Latest:
জেলা

মনোনয়নপত্র দাখিলকে ঘিরে উত্তেজনা দিনহাটায়,পড়ল বোমা

এনএফবি, কোচবিহারঃ

মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হল দিনহাটায়। স্থানীয় বিধায়ক উদয়ন গুহের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা মহকুমা শাসকের দফতরের ভিতরে প্রবেশ করে বিজেপি প্রার্থীদের উপর চরাও হয়েছে বলে অভিযোগ। সংহতি ময়দানে বোমাবাজি করা হয়েছে বলেও অভিযোগ উঠে এসেছে এদিন। উদ্ধার করা হয়েছে একটি তাজা বোমাও।

এদিন ওই ঘটনার পর মহকুমা শাসকের দফতর থেকে বের হয়ে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী অভিযোগ, “আমরা যখন মনোনয়নপত্র জমা দিচ্ছিলাম। ওই সময় তৃণমূল বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে একদল গুন্ডা বাহিনী অফিস ঘরের ভিতরে যেখানে মনোনয়নপত্র জমা নেওয়া হচ্ছিল, সেখানে আমাদের প্রার্থীদের ধরে মারধর করেছে। এটা কি নির্বাচন হচ্ছে! কোথাও কোন নিরাপত্তার ব্যবস্থা নেই কেন?”

দুই পক্ষের উত্তেজনার মধ্যে দিনহাটা মহকুমা শাসকের দফতরের উল্টো দিকে থাকা সংহতি ময়দানে বোমাবাজি হয়। একটি বোমা ফেটে সজোরে শব্দ হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা সেখানে ছুটে গিয়ে আরও একটি তাজা বোমা উদ্ধার করে।

এদিন সকালে দিনহাটায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার সময় থেকেই উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে বিজেপি প্রার্থীদের মহকুমা শাসকের দফতরে ঢুকতে বাধা দেওয়া, মনোনয়নপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ওই সময় বিজেপি বিধায়কদের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা তৃণমূল কর্মীদের উপড়ে লাঠি চার্জ করে বলে পাল্টা অভিযোগ তৃণমূলের। ওই লাঠির আঘাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।