জুলাই 3, 2024
Latest:
জেলা

মাস্ক না পরলেই করোনা পরীক্ষা

এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ

করোনা সংক্রমণ রুখতে অভিনব উদ্যোগ নিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। চেতনা জাগাতে মাস্ক বিহীন মানুষদের বাধ্যতামূলক ভাবে কোভিড পরীক্ষা করানো হচ্ছে ৷

গতকাল, দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৮ জন। সুস্থ হয়েছেন ৩৫ জন। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৭৬ জন। ইতিমধ্যেই বালুঘাট শহরে নতুন করে ১, ৩, ১২, ১৯ এবং ২১ নম্বর ওয়ার্ডকে মাইক্রো কন্টেইনমেন্ট জোন করা হয়েছে।
রাজ্য সরকারের বিধি-নিষেধ অনুযায়ী মাস্ক ছাড়া রাস্তায় বেরোনো দণ্ডনীয় অপরাধ। মানুষদের সতর্ক করতে এবং করোনা রুখতে প্রতিদিন পুলিশি অভিযান চলছে বালুরঘাট শহরে। তবুও রাস্তায় মাস্ক বিহীন লোকজনকে দেখা যাচ্ছে। এই কারণে এদিন বালুরঘাট শহরে বালুরঘাট থানার পুলিশ , স্বাস্থ্য কর্মীদের সাথে নিয়ে করোনা সচেতনতা অভিযানে নামে। রাস্তায় যে সকল মানুষকে মাস্ক বিহীন অবস্থায় দেখা যাচ্ছে, তাদের সাথে সাথেই করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেছে ।