জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

পাঁশকুড়ার আদিবাসী সম্প্রদায়ের কাছে পশুশিকার বন্ধের প্রশাসনিক আবেদন

এনএফবি, পূর্ব মেদিনীপুরঃ

আসন্ন আদিবাসী সম্প্রদায়ের সেঁদরা পরব ও ফলহারিনী কালী পূজো উপলক্ষে পাঁশকুড়া ব্লকের ক্ষিরাই, হাউর সহ বেশকিছু এলাকায় পশুশিকারের প্রচলন ছিলো। তবে বর্তমানে আদালতের নির্দেশে পশু শিকার আইনত দন্ডনীয় অপরাধ।

তাই বনদপ্তর কঠোর ভাবে পশুশিকার বন্ধের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে পাঁশকুড়া বিডিও অফিসের সভাকক্ষে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বনদপ্তরের পক্ষ থেকে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পাঁশকুড়ার বিডিও ধেনদুপ ভূটিয়া, এস ডি পি ও তমলুক, বনদপ্তরের জেলা আধিকারিক সহ পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সেক হানিফ মহম্মদ সহ আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু মানুষ জন।

এদিন পশুশিকার বন্ধের জন্য প্রশাসনিক ভাবে আবেদন করা হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ জনদের কাছে।পাঁশকুড়া ব্লক এলাকায় বনদপ্তর সেঁদরা পরবের আগে থেকেই মাইক প্রচার, পোষ্টার এবং সচেতনতার প্রচারের জন্য আদিবাসী পল্লী এলাকায় বাড়ি বাড়ি গিয়েছেন বনদপ্তর কর্মীরা।

YouTube player