পৃথক বিমানবন্দর তৈরির জন্য জমি চাইলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া

এনএফবি,আলিপুরদুয়ারঃ

হাসিমারা রায়ুসেনা ছাউনির বিমান ঘাঁটিকে ব‍্যবহার করে সাধারণ মানুষের জন‍্য একটি পৃথক এয়ারপোর্ট তৈরির জন‍্য রাজ‍্য সরকারের কাছে জমি চাইলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। আলিপুরদুয়ারের হাসিমারাতে এয়ারপোর্ট হওয়ার কথায় খুশি এই এলাকার পর্যটন ব‍্যবসায়ী থেকে শুরু করে এলাকার ব‍্যবসায়ী মহল। এই বিষয়ে পর্যটন ব‍্যবসায়ী অভিক গুপ্ত, রাজকুমার আইচ জানান,” কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। যাত্রী পরিবহণের ক্ষেত্রে ডুয়ার্সের জন‍্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত।” এই বিষয়ে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট টুরিজম আ্যসোসিয়েশনের সহ সভাপতি বিশ্বজিৎ সাহা জানান,” আমরা রাজ‍্য সরকারের কাছে আবেদন করবো যতটুকু জমি প্রয়োজন সেটা যেন রাজ‍্য সরকার শীঘ্র দিয়ে দেয়। জমি জট যেন না থাকে। এয়ারপোর্ট বাস্তবায়ন হলে ডুয়ার্সের আর্থিক ও সামাজিক উন্নয়ন হবে।”

নিজস্ব চিত্র