এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নাট্য সংসদ ক্লাবে শুক্রবার সকালে সাড়ম্বরে অনুষ্ঠিত হল ক্যারাটে প্রশিক্ষণের বার্ষিক পরীক্ষা। সেখানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত প্রধান প্রশিক্ষকরা। এদিন নাট্য সংসদ চত্বরে ছাত্রছাত্রীরা তাদের ক্যারাটের কৌশল ও কসরত করতে ব্যস্ত ছিল। সকাল থেকেই প্রশিক্ষণ ও বিকেলে বার্ষিক পরীক্ষার আয়োজন করা হয় গঙ্গারামপুরের ক্যারাটের প্রশিক্ষক সমীর দত্তের উদ্যোগে। অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল দেখার মতো। এরপর বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়।
ক্যারাটে প্রশিক্ষক সমীর দত্ত গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন জায়গায় প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে তাদের পটু করে তুলেছেন। আর ঠিক সেই কারণেই সমীর দত্তের পরিচিতি রয়েছে গঙ্গারামপুর শহর জুড়ে। ক্যারাটের বার্ষিক পরীক্ষায় উপস্থিত ছিলেন শিহান স্বপন কুমার কামিলা, সেন্সি জ্যোতি শ, সেন্সি শুভজিৎ মুখোপাধ্যায়, সেন্সি সমীর দত্ত।
আরও পড়ুনঃ ঘোষিত হল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম