জুলাই 1, 2024
Latest:
ক্রীড়া

অসম্ভবকে সম্ভব করতে মরিয়া বাংলার ব্যাটাররা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

খুব অঘটন না ঘটলে এবারও রঞ্জি ট্রফি পাওয়া হচ্ছে না বাংলার। এবার রঞ্জির সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হতে চলেছে বঙ্গ ব্রিগেডের। চতুর্থ দিনের শেষে বাংলার রান ৪ উইকেটে ৯৬। জিততে গেলে দরকার আরও ২৫৪ রান। এই ঘূর্ণি পিচে যে রান তোলা কার্যত অসম্ভব। চতুর্থ দিনে মধ্যপ্রদেশ অল আউট হয়ে যায় ২৮১ রানে । বাংলা বোলারদের মধ্যে শাহবাজ আহমেদ ৫ টি, প্রদীপ্ত প্রামাণিক ৪টি এবং আকাশদীপ সিং ১ টি উইকেট নেন। শাহবাজ এদিন রেকর্ড গড়লেন। এসকে গিরিধারী, প্রকাশ ভান্ডারী, প্রণব নন্দী এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে পঞ্চম বাংলা ক্রিকেটার হিসেবে এক ম্যাচে শতরান এবং পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন। জয়ের জন্য বাংলার টার্গেট দাঁড়ায় ৩৫০। তবে কুমার কার্তিকেয় প্রথম বলেই ফিরিয়ে দিয়েছেন অভিষেক রামনকে।এরপরে ব্যাট করতে নামেন সুদীপ ঘরামি। সুদীপের ১৯ রানের মাথায় সরনেস জেনের ডেলিভারিতে আম্পায়ার তাকে ভুল আউট দেন। ব্যাটে লেগে প্যাডে লাগলে তাকে এলবিডব্লিউ দেওয়া হয়। রঞ্জির নকআউটে কেন ডিআরএস সুবিধা নেই, তা নিয়ে উঠছে প্রশ্ন! এরপরে পিঞ্চ হিটার হিসেবে অভিষেক পোড়েলকে নামায় বাংলা। তবে মাত্র ৭ রান করে কাটিকেওর বলে বোল্ড হন তিনি। প্রথম ইনিংসে শতরান করা সিনিয়র ক্রিকেটার মনোজ তিওয়ারিও ৭ রান করে কাত্তিকেয়র বলে খারাপ শট খেলে আউট হন। দিনের শেষে অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৫২ এবং অনুস্টুপ মজুমদার ৮ রানে অপরাজিত আছেন। এখন দেখার অসম্ভবকে সম্ভব করতে পারে নাকি বাংলার বাকি ব্যাটাররা।