জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

সংবর্ধিত অলিম্পিয়ানরা

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

সংবর্ধিত হলেন বাংলার অলিম্পিয়ানরা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষ‍্যে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের (সিএসজেসি) উদ্যোগে বাংলার অলিম্পিয়ানদের সংবর্ধনা জানানো হল।

বহুদিন পর এক মঞ্চে ছিলেন বাংলার কৃতি খেলোয়াড়েরা। উপস্থিত ছিলেন জয়দীপ কর্মকার,পৌলমী ঘটক, মৌমা দাস, সুস্মিতা সিংহ রায়, সোমা বিশ্বাস, সরস্বতী সাহা এবং রাহুল রায়। এই কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে হাজির ছিলেন ‘অর্জুন’ পুরস্কার প্রাপ্ত ও সাংসদ প্রসূন ব‍্যানার্জি ও বেঙ্গল অলিম্পিক অ‍্যাসোসিয়েশনের সভাপতি স্বপন (বাবুন) ব‍্যানার্জি, সচিব জহর দাস। প্রত‍্যেক অলিম্পিয়ানদের হাতে স্মারক ও উপহার দিয়ে বরণ করে নেয় সিএসজেসি কর্তারা।অলিম্পিকে অংশ নেওয়ার নানান ঘটনা স্মৃতিচারণ করেন খেলোয়াড়েরা। আন্তর্জাতিক অলিম্পিক দিবসে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠান করায় বাংলার অলিম্পিয়ানরা মুগ্ধ।অলিম্পিকে অংশ নেওয়ার নানান ঘটনা স্মৃতিচারণ করেন খেলোয়াড়েরা। আন্তর্জাতিক অলিম্পিক দিবসে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠান করায় বাংলার অলিম্পিয়ানরা মুগ্ধ। পৌলমী ঘটক জানালেন,” ভালো লাগে সংবর্ধনা পেলে আমদের। বাংলা অলিম্পিক থেকে পদক পাক এটা আমাদের সবার স্বপ্ন, আমরা পারিনি। তবে আগামী প্রজন্ম পদক আনলে আমাদের খুব ভালো লাগবে। বাংলার খেলাধুলো এগিয়ে যাক এটা আমরা সবাই চাই।” স্বপন বন্দোপাধ্যায় জানালেন, “একজন অলিম্পিয়ান সবসময়ের অলিম্পিয়ান। বাংলার খেলাধুলো উন্নতি হোক সেটাই চাই।”