জুলাই 3, 2024
Latest:
শিক্ষা ও কেরিয়ার

বৃহত্তম নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, দাবি রেলের

এনএফবি, নিউজ ডেস্কঃ

কর্মপ্রার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। রবিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় রেল জানিয়েছে, ২০১৯ সালে শুরু হওয়া যে নিয়োগ প্রক্রিয়া করোনা পরিস্থিতির কারণে বন্ধ ছিল তা শীঘ্রই শুরু হচ্ছে। ইতিমধ্যে ওই নিয়োগের প্রথম পর্যায়ের যে পরীক্ষা হয়েছিল তার ফল আগামী ১৫ জানুয়ারি ঘোষিত হতে পারে। উত্তীর্ণরা পরবর্তী পরীক্ষার জন্য আগামী ১৪ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে ডাক পেতে পারেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি রেলের পক্ষে দ্বাদশ উত্তীর্ণদের জন্য ১০ হাজারের বেশি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। একইসঙ্গে প্রকাশ করা হয়, স্নাতকদের জন্য ২৫ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি। ২৮১টি পদের জন্য এই পর্যায়ে মোট ৩৫ হাজার কর্মী নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হয়। সেই মত প্রথম পর্যায়ের পরীক্ষাও অনুষ্ঠিত হয়। এই পদের জন্য মোট ১ কোটি ২৬ লাখ ৩০ হাজার ৮৮৫ জন কর্মপ্রার্থী আবেদন করেছিলেন। এরপরে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তিতে শূণ্যপদ ছিল ১ লাখ ৩ হাজার ৭৬৯টি। মহামারির সময়ে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকার পরে এখন মোট ১ লাখ ৪৯ হাজার ৫০ টি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলছে রেল। সোমবার প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে রেল দাবি করে, এ বার ভারতের বৃহত্তম নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।