জুলাই 5, 2024
Latest:
জেলা

বিজেপি মিডিয়ায় ভেসে থাকে ,বালুরঘাটে বললেন শশী

এনএফবি, বালুরঘাটঃ

দুর্নীতি শুধু মুখে বললেই হয় না। প্রমাণ দিতে হয়। আসন্ন পুরভোটে বালুরঘাট পুরসভার বিদায়ী কোন কাউন্সিলরদের টিকিট না দেওয়ার পেছনে কি তাদের বিরুদ্ধে ওঠা দুর্নীতিই দায়ি? সোমবার বালুরঘাটে পুরভোট নিয়ে সাংগঠনিক বৈঠক করতে এসে এবারে বালুরঘাট পুরসভার সব আসনে নতুন প্রার্থী দাঁড় করানো নিয়ে এই বক্তব্য জানিয়ে জবাব দেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল দলের ভারপ্রাপ্ত অবজার্ভার তথা মন্ত্রী শশী পাঁজা

আজ বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে অনুষ্ঠিত এই সভায় যোগ দেন তিনি । আসন্ন পুরভোটে দলের প্রার্থী ও কর্মীদের শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করার কথা বলার পাশাপাশি তাদের দলের নেত্রীর বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প গুলি ভোটারদের সামনে তুলে ধরে ভোট চাইবার জন্য পরামর্শ দেন তিনি ৷

আরও পড়ুনঃ ছোট আঙারিয়া গণহত্যাকাণ্ডের মূল সাক্ষীর মৃত্যু

সাংঠনিক সভা সেরে মন্ত্রী তথা এই জেলার তৃণমূল দলের ভারপ্রাপ্ত অবজার্ভার শশী পাঁজা সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন রাজ্যে আসন্ন ১০৭ টি পুরভোটের আগে আজ ৪ টি পুরনিগমের রায় তাদের দলের পক্ষে আসায় তার পুরো কৃতিত্ব তৃণমূল সুপ্রীমোর বলে জানান মন্ত্রী শশী পাঁজা। তিনি আরও বলেন এর মধ্যে একটি পুর নিগম তাদের হাতে ছিল না। কিন্তু সেখানকার মানুষ আজ বুঝতে পেরেছেন তাদের দলের কর্মীরাই একমাত্র সামাজিক ও কর্মকান্ডের মধ্যমে তাদের পাশে থাকেন। তাই তারা আজ তাদের দলের প্রতি ভরসা রেখেছেন। বিজেপি মানুষের পাশে থাকেনা বিজেপি শুধু আদালতের দরজায় খট খট করে আর মিডিয়ায় ভেসে থাকে। মানুষ চায় উন্নয়ন। কিন্তু বিজেপি র কেন্দ্রীয় সরকার তা দিতে ব্যর্থ তা তারা বুঝে গিয়েছেন। তাই মানুষ তাদের নেত্রীর প্রতি আস্থা রেখেছেন।

মন্ত্রীর আশা সমস্ত ভেদাভেদ ভুলে তৃণমূল নেত্রীর উন্নয়নমুখী কাজকর্ম তুলে ধরেই তাদের কর্মীরা বালুরঘাট পুরভোটের ময়দানে ঝাঁপাবে এবং বালুরঘাটের মানুষ তাদের জয় যুক্ত করবেন বলে মন্ত্রী আশা ব্যক্ত করেন।