জুলাই 1, 2024
Latest:
জেলা

ঝাড়গ্রামে দিলীপের হাত ধরেই প্রচার শুরু বিজেপির

এনএফবি, ঝাড়গ্রামঃ

দিলীপ ঘোষের হাত ধরেই ঝাড়গ্রামে প্রথম প্রচার শুরু করল বিজেপি। প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই ঝাড়গ্রাম পুরসভার বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার শুরু করে দিয়েছিল তৃণমূল। মনোনয়ন জমা দেওয়ার পরে প্রচারে নেমে পড়ে বাম এবং কংগ্রেস প্রার্থীরা। কিন্তু বিজেপির কোন প্রার্থীকে সেইভাবে বাড়ি বাড়ি প্রচার বা দেওয়ালে লিখন করতে দেখা যায়নি। কেবলমাত্র সোশ্যাল মাধ্যমে তাদের প্রচার চোখে পড়েছে। কিন্তু এদিন ঝাড়গ্রামে দিলীপ ঘোষের উপস্থিতিতেই প্রচার শুরু করে বিজেপি। দিলীপ ঘোষ এদিন ১২, ১৩ ও ১৪ নম্বর এই তিন ওয়ার্ডে পায়ে হেঁটে প্রচার করেন। পথচলতি মানুষের সঙ্গে কথা বলেন তিনি। কোথাও আবার দলীয় কর্মী এবং প্রার্থীদের সঙ্গে নিয়ে চায়ের আড্ডা বসান। রাস্তায় দেওয়াল লিখনও সারেন।

তুলিতে টান সাংসদের

আরও পড়ুনঃ খড়্গপুর শহরটাকে ডাস্টবিন বানিয়ে দিয়েছে প্রচারে বেরিয়ে মন্তব্য দিলীপের

তারপর ঝাড়গ্রাম জেলা কার্যালয়ে এক দলীয় বৈঠকে যোগ দেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ঝাড়গ্রাম পুরভোট সম্পর্কে এদিন দিলীপ ঘোষ বলেন, “ঝাড়গ্রামকে নতুনভাবে তৈরি করা হবে। ঝাড়গ্রাম পুরসভা থাকা সত্ত্বেও মানুষ এখানে পুরসভার লাভ পায়না। আমরা হাঁটছি রাস্তায় রাস্তায়। না রাস্তা আছে,না ড্রেন আছে, না সব জায়গায় জল আছে। কোথাও জলের ব্যবস্থা আছে কিন্তু জল বেরোবার রাস্তা নেই, এর পরিবর্তন হওয়া উচিত। যাতে নাগরিকরা সব ব্যবস্থা পায় তার চেষ্টাই করবে বিজেপি।” তিনি বলেন, বিধানসভা ভোটের পর সমস্ত ভয় কাটিয়ে বিজেপি কর্মীরা ভোটের ময়দানে নেমে পড়েছে এবং তারা জেতার জন্য লড়ছে।