জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

আইপিএল থেকে বোর্ড লাভ করবে এক হাজার কোটি

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এবার পনেরো তম বছরে পড়বে আইপিএল (ipl)। আর ২০২২ সালে কোটিপতি লিগ থেকে বোর্ডের আয় হবে ১০০০ কোটি টাকা। এই তথ্য দিলেন বোর্ড সচিব জয় শাহ।

এক সাক্ষাৎকারে বোর্ড সচিব জানান, “আমরা সব রেকর্ড ভেঙে দেব এটা পরিস্কার বুঝিয়ে দিচ্ছে যে, ব্র্যান্ড হিসাবে আইপিএল (ipl) মূল্য আজ কোথায়। আমরা স্পনসরশিপ চুক্তিগুলি নিয়ে বেশ খুশি। এই বছর আমাদের স্পনসরশিপ থেকে আয়ের পরিমাণ সর্বোচ্চ হতে চলেছে। এই প্রথমবার আইপিএল (ipl) এক মরশুম থেকে রেকর্ড ১০০০ কোটি টাকা আয় হতে চলেছে।” জয় শাহ আরও জানিয়েছেন যে, পুরো বিষয় একেবারে স্বচ্ছতার সঙ্গে করার জন্য মিডিয়া সত্ত্ব ই-নিলামের পথে করা হবে । এবারই কমলা টুপি(সবচেয়ে বেশি রান )ক্যাপ ও বেগুনি টুপিতে (সবচেয়ে বেশি উইকেট )স্পনসর থাকবে । ইতিমধ্যে ৯টি স্পনসরশিপ স্লট বিক্রি করে ফেলেছে। ভারতের মডেলেই অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তানেও শুরু হয়ে যায় টি-২০ লিগ হবে মনে করেন বোর্ড সচিব ।

২৬শে মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা নাহট রাইডার্সের সাথে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে ipl ২০২২-এর ১৫তম সংস্করণ শুরু হবে। এই ম্যাচটির দিকে ফ্যানরা অধীর আগ্রহে তাকিয়ে থাকবে। কারণ এই ম্যাচটির মাধ্যমেই আইপিএল (ipl) দুই বছরের ব্যবধান শেষে আবার মাঠে সাধারণ ক্রিকেটপ্রেমীরা ফিরবেন।

কোভিড প্রোটোকলের কথা মাথায় রেখেই স্টেডিয়ামে ২৫ শতাংশের বেশী আসনসংখ্যা পূর্ণ করা হবে না। এর আগে মহারাষ্ট্র সরকারও আইপিএল (ipl) দর্শক প্রবেশের ব্যাপারে তাদের আগ্রহ জানিয়েছিল। এখন bcci পক্ষ থেকেও সবুজ সংকেত চলে আসায় ক্রিকেটপ্রেমীরা প্রবল আগ্রহে মাঠমুখো হবেন বলে আশা করা যায়।
যে মাঠে উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩৩ হাজার মতো দর্শক প্রবেশের ধারণ ক্ষমতা আছে। ২৬শে মার্চ csk বনাম kkr ম্যাচে তাই প্রায় আট থেকে সাড়ে আট হাজার দর্শক থাকার সম্ভাবনা। তবে এবার প্রথম ম্যাচের আগে কোন উদ্বোধনী অনুষ্ঠান হবে না বলেই শোনা যাচ্ছে।
এর আগে মার্চের শুরুতে জারি করা একটি সরকারী বিবৃতিতে, মহারাষ্ট্রের রাজ্য সরকার বলেছিল, যেহেতু কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা হ্রাস পাচ্ছে, তাই পরিস্থিতি বিবেচনা করে, তারা মোট দর্শক আসনের ২৫% পূরণ করার কথা ভেবেছে এবং শুধুমাত্র সম্পূর্ণ টিকাপ্রাপ্ত দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হবে। সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হওয়ার ব্যাপারে এখনও এই একই সিদ্ধান্ত বজায় থাকে নাকি নতুন কোন নির্দেশিকা জারি হয় তা এখনও স্পষ্ট বলা যাচ্ছে না।