এনএফবি,আলিপুরদুয়ারঃ
ডাইভারশন জলের তোড়ে ভেঙে যাওয়ার পর সোমবার থেকে চরতোর্ষা নদীর ওপর দিয়ে নৌকায় পারাপার শুরু হল। তবে এদিনও যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি ফালাকাটা আলিপুরদুয়ার সড়কে। নদীর জলস্তর এদিন কিছুটা কমেছে। তাই বেহাল ডাইভারশন সারাইয়ের কাজ ধাপে ধাপে শুরু করা হবে বলে মহাসড়ক কর্তৃপক্ষ জানিয়েছে। জানা গিয়েছে, মহাসড়ক কর্তৃপক্ষ ও ফালাকাটা পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এদিন দুটি নৌকো ভাড়া এনে চরতোর্ষা নদীতে লাগানো হয়। জলের তোড়ে ডাইভারশনের পশ্চিম দিকে অনেকটাই ভেঙে গিয়েছে। হাঁটু,কোমর সমান জল বইছে। সেখানেই নৌকোয় পারপার করানো হয়। ফলে কিছুটা দুর্ভোগ কমেছে এলাকাবাসীর।