জুলাই 5, 2024
Latest:
স্থানীয়

বন্ধ ঘর থেকে উদ্ধার বহুজাতিক সংস্থার কর্মীর মৃতদেহ, চাঞ্চল্য

এনএফবি, জলপাইগুড়িঃ

জলপাইগুড়ি শহরের দিশারী মোড়ে একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক বহুজাতিক সংস্থা কর্মীর মৃতদেহ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরেছে শহরে। পুলিশ এসে বন্ধ ঘর থেকে ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘরের মেঝেতে মদের খালি বোতল পড়ে থাকতে দেখা গেছে। এলাকার পুর কাউন্সিলার অম্লান মুন্সী জানান, “এই ঘরটি ভাড়া নিয়ে দুর্যোধন বারিক নামে কোকা কোলা কোম্পানির এক কর্মী থাকতেন, কিন্তু দিন কয়েক ধরে অফিসের কারো সঙ্গে যোগাযোগ না হওয়ায় সহকর্মীরা পাড়ায় খোঁজ নিতে আসেন। খোঁজ না পাওয়ায় পুলিশ এসে ঘরের তালা ভেঙে ঘরে ঢুকে দেখেন ঐ ব্যক্তি মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন।” ঘরে পড়ে থাকা মৃতদেহ দেখে স্থানীয় এক বাসিন্দা জানান, সম্ভবত মদ্যপান করতে করতেই মৃত্যু হয়েছে এই ব্যাক্তির। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান অন্তত দুদিন আগে এই ব্যাক্তির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ এবং সময় জানা যাবে।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনা প্রসঙ্গে স্থানীয় অনুপ পাল জানান, “দূর্যোধন ঘরে আসা যাওয়া করতেন অনেক বার দেখেছি , তবে আজ পুলিশ ঘরের তালা ভেঙে ঢুকলে দেখা যায় মানুষটি মেঝেতে মরে পড়ে রয়েছে।”