জুলাই 5, 2024
Latest:
ক্রীড়া

বুন্দেশলিগার প্রথম সারির দল আসছে আগামী শিল্ডে

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

এই বছর ১২৫তম বর্ষে পড়বে আইএফএ শিল্ড। আর শিল্ড কে অন্য উচ্চতায় নিয়ে যেতে চান আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। শোনা যাচ্ছে বুন্দেশলিগার প্রথম সারির একটি ক্লাবের সঙ্গে কথা চালাচ্ছে আইএফএ। যদিও সেই দলের নাম এখনই প্রকাশ্যে আনতে চান না আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। তবে তিনি এদিন জানান, “এবারের আইএফএ শিল্ড আরও বেশি আকর্ষণীয় হবে। বুন্দেশলিগার ক্লাবকে দেখার সম্ভবনা প্রবল আইএফএ শিল্ডে। শিল্ডের ১২৫তম সংস্করণকে স্মরণীয় করে রাখতে একের পর এক পদক্ষেপ নেওয়া হবে, যার মধ্যে এটি অন্যতম। কোনও রিজার্ভ টিম নয়, বুন্দেশলিগার প্রথম সারির দলের প্রথম একাদশকেই কলকাতা ময়দানে খেলানোর চেষ্টা চালানো হচ্ছে। বাংলার ফুটবল প্রেমীদের আমরা বড় উপহার দিতে বদ্ধপরিকর।” শোনা যাচ্ছে আইএফএ-এর প্রস্তাবে রাজি বুন্দেশলিগার ক্লাবটিও। সরকারী ভাবে কিছু চূড়ান্ত না হলেও মৌখিক সম্মতি পাওয়া গিয়েছে ক্লাবটির থেকে। শুধু বুন্দেশলিগার ক্লাবেই আটকে নেই, ব্রাজিল ও আর্জেন্টিনার দুটো বড় ক্লাবের সঙ্গে আইএফএ কথা চালাচ্ছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক আইএফএর এক কর্মী জানান,” সচিবের দায়িত্ব নিয়েই দেনা শোধ থেকে আইএফএ কে কর্পোরেট করেছেন জয়দীপ মুখোপাধ্যায়। জেলা ফুটবল কে উন্নত করছে। প্রাণ হারানো আইএফএ শিল্ড উনি আসার পরে হারানো গৌরব ফিরে পেয়েছে। শিল্ড শেষবার বেশ জনপ্রিয় হয়েছে। এবার বড়ো ক্লাব বাংলায় আসবে এর থেকে খুশির খবর আর কী হতে পারে!” গত দুই বছর আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয় রিয়াল কাশ্মীর। তবে দুই প্রধান দল নামায়নি। সূত্রের খবর, দুই প্রধান কর্তারা এবারে শিল্ডে টিম নামাবেন বলে জানা গেছে। চলতি বছরের শেষেই শিল্ড শুরু হবে। এদিকে চলতি মাসে শুরু হতে চলা কন্যাশ্রী কাপ করোনার জন্য স্থগিত। ৫ ফেব্রুয়ারি ভার্চুয়ালি রিভিউ মিটিং করবে আইএফএ। তার পর দিনক্ষণের বিষয়ে চূড়ান্ত হবে। এই বিষয়ে আইএফএ সচিব জানাচ্ছেন, “আমরা মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে সামনে রেখে এই টুর্নামেন্টটা করি। করোনার মধ্যেও আমাদের টিম আইএফএ এক হয়ে কাজ করছে। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। জেলায় মহিলা ফুটবলের বিস্মৃতি হয়েছে। বেশ কিছু ভালো ভালো স্পনসারও এই টুর্নামেন্টে থাকতে আগ্রহী। সেই কারণে করোনা কে হারিয়ে আমরা মহিলা ফুটবলের উন্নতির জন্য কন্যাশ্রী কাপ যে কোনো উপায়েই করতে চাই।” সব ঠিক ঠাক চললে আইএফএর পরিকল্পনা, মহিলা ফুটবল টুর্নামেন্ট শেষ হলে মার্চ মাসে ফুটবল লিগ। এপ্রিল মাসে কলকাতা লিগ। এছাড়া জেলা ফুটবল লিগ গুলো তো থাকবেই। সব মিলিয়ে কর্পোরেট আঙিনার আইএফএ তে সারা বছরই শুধু ফুটবল।