জুলাই 8, 2024
Latest:
উৎসব আয়োজন

প্রথা মেনে আজও আয়োজিত হয় শতাব্দী প্রাচীন ডাকরা চন্ডী মায়ের পুজো

এনএফবি, বালুরঘাটঃ

তিন বোনের সাথে দেখা করে বিসর্জনে যান ৩৮০ বছরেরও বেশি পুরোনো বালুরঘাটের হোসেনপুর এলাকার মা ডাকরা চন্ডী ৷

জানা গেছে পঞ্চমুন্ডির আসনের ওপর নির্মিত এই মায়ের মূর্তি তৈরি হয় জন্মাষ্টমীর দিন থেকে। এই পুজো আগে অন্যরা করলেও বিগত একশ বছরেরও বেশি সময় ধরে হোসেনপুর এলাকার চৌধুরী বাড়ির পুজো উদ্যোক্তারা এই পুজো করে থাকেন। এই মায়ের পুজো উপলক্ষে প্রতিবছর ষষ্ঠীর দিন থেকে মঙ্গলচন্ডীর গানের আয়োজন করা হয়। মাকে সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করেন সেবাইতরা। পঞ্চমুন্ডির আসন হলেও এখানে মাকে কোন আমিষ ভোগ নিবেদন করা হয় না। বিসর্জনের দিন মুখা নাচ,চামুন্ডা নাচ করার পরেই মাকে বিসর্জনে নিয়ে যাওয়া হয়। বিসর্জনের যাওয়ার পথে মা চঞ্চলাকালী, বয়রা কালী ও বালুরঘাটের অধিষ্ঠাত্রীদেবী বুড়ামা কালীর সঙ্গে দেখা করে বিসর্জনে যান। লোকমুখে কথিত আছে যে এই তিন কালি মা ডাকরা চন্ডীর বোন হন। তাই এই তিন বোনের সঙ্গে দেখা করে তবেই মা বিসর্জনের পথে যান। লরি কিংবা গাড়িতে চাপানো হয় না বিসর্জনের জন্য মানুষের ঘাড়ে চেপেই মা বিসর্জনের পথে যান। অতীতে ডাকড়া চণ্ডীর বিসর্জনের পরেই বালুরঘাট শহরের অন্যান্য দুর্গার বিসর্জন হতো। কালের নিয়মে সেই নিয়ম উঠে গেলেও এখনো বালুরঘাটের অনেক দুর্গা প্রতিমা ডাকরা চন্ডী মায়ের বিসর্জনের পরেই বিসর্জিত হয় বলে হোসেনপুর চৌধুরী বাড়ি সূত্রে জানা গেছে।