জুলাই 5, 2024
Latest:
ফিচাররাজ্য

স্কুল খোলা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীঃ ব্রাত্য

এনএফবি, কলকাতাঃ

স্কুল খোলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচির সূচনায় এসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, রাজ্য সরকার স্কুল খোলার পক্ষে। তবে সংক্রমণ না বাড়িয়ে কিভাবে স্কুল খোলা যায় সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী। স্কুল খোলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও যথেষ্ট উদ্বিগ্ন বলে জানিয়েছেন ব্রাত্য বসু।

উল্লেখ্য, কোভিড বাড়বাড়ন্তে ফের বিদ্যালয়ের দরজা বন্ধ হয়ে যাওয়ায় অনলাইন শিক্ষাই পড়ুয়াদের একমাত্র ভরসা। কিন্তু ইন্টারনেট গোলযোগ থেকে যথোপযুক্ত পরিকাঠামোর অভাবে অনেক পড়ুয়াই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীদের সেই সমস্যা সমাধানে এবার পাড়ায় পাড়ায় শিক্ষালয় কর্মসূচি শুরু করল সরকার। ৭ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হবে এই কর্মসূচি।