এনএফবি, দার্জিলিংঃ
ফের উত্তরবঙ্গ সফরে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রবিবার দুপুরে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়ক পথ দিয়ে সোজা চলে যান গোঁসাইপুরের উত্তরায়। সরকারি অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রদান করা ছাড়াও বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এরপর সভা থেকে রামপুরহাটের ঘটনায় সরব হন।
এদিন,মমতা বন্দোপাধ্যায় বলেন, একটা ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা। খুন হয়েছে তৃণমূল নেতা,যাদের বাড়িতে আগুন লেগেছে তারাও তৃণমূলের। আবার আমাকেই গালাগালি দিচ্ছে। তবে গোটা ঘটনায় পুলিশের ভূমিকারও তীব্র সমালোচনা করেছেন। পুলিশের ভুল ছিল প্রথমে। খুন হয়ে যাবার পরে ওদের আশঙ্কা করা উচিত ছিল যে কিছু একটা ঘটতে পারে। আমরা অ্যাকশন নিয়েছি,ওসি, এসডিপিওকে সরিয়ে দেওয়া হয়েছে,২২জনকে গ্রেফতার করা হয়েছে, তৃণমূলের ব্লক সভাপতিকে ও গ্রেফতার করা হয়েছে।